মনোনয়ন প্রত্যাহারে চাপ দিলে প্রতিরোধ করার আহ্বান, সেই সঙ্গে জঙ্গলমহল থেকে তৃণমূলকে হঠানোর বার্তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
1 min read
পুরুলিয়া
২৫ এপ্রিলঃ পঞ্চায়েত ভোটের প্রচারে এসে
দলীয় প্রার্থীদের কোন অবস্থাতেই মনোনয়ন
প্রত্যাহার না করার নির্দেশ
দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ
ঘোষ। মনোনয়ন
তোলার জন্য কেউ চাপ
দিলে প্রতিরোধ গড়ে তোলার কথা
বলেন তিনি। বুধবার
পুরুলিয়ার পুঞ্চার বাগদা এবং সাঁওতালডিতে
জনসভা করেন বিজেপির রাজ্য
সভাপতি।
২৫ এপ্রিলঃ পঞ্চায়েত ভোটের প্রচারে এসে
দলীয় প্রার্থীদের কোন অবস্থাতেই মনোনয়ন
প্রত্যাহার না করার নির্দেশ
দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ
ঘোষ। মনোনয়ন
তোলার জন্য কেউ চাপ
দিলে প্রতিরোধ গড়ে তোলার কথা
বলেন তিনি। বুধবার
পুরুলিয়ার পুঞ্চার বাগদা এবং সাঁওতালডিতে
জনসভা করেন বিজেপির রাজ্য
সভাপতি।
এবারে
বিজেপি পঞ্চায়েতে ভাল ফলাফল করবে
সেই দাবী করে তিনি
বলেন জঙ্গলমহল থেকেই তৃণমূলকে হঠানোর
কাজ শুরু হবে।
তৃণমূল মুক্ত জঙ্গলমহল গড়ে
তোলা হবে বলে দাবী
করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে বহিরাগতদের প্রবেশ রুখতে কর্মীদের
সজাগ থাকার কথা বলেন
তিনি।
ভোটের দিন কর্মী–সমর্থকদের
ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন
সেদিন গ্রামে কোন বহিরাগতকে
যেন ঢুকতে দেওয়া না
হয়। রাজ্যের
সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলায়
সব ক’টি গ্রাম পঞ্চায়েত,
সমিতি এবং জেলা পরিষদ
দখলের দাবি করেন তিনি। এদিন
বাগদার জনসভায় তৃণমূল ছেড়ে
বেশ কয়েক জন রাজনৈতিক
কর্মী বিজেপিতে যোগদান করেন।
তাদের হাতে দলীয় পতাকা
তুলে দেন দিলীপ ঘোষ।
বিজেপি পঞ্চায়েতে ভাল ফলাফল করবে
সেই দাবী করে তিনি
বলেন জঙ্গলমহল থেকেই তৃণমূলকে হঠানোর
কাজ শুরু হবে।
তৃণমূল মুক্ত জঙ্গলমহল গড়ে
তোলা হবে বলে দাবী
করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে বহিরাগতদের প্রবেশ রুখতে কর্মীদের
সজাগ থাকার কথা বলেন
তিনি।
ভোটের দিন কর্মী–সমর্থকদের
ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন
সেদিন গ্রামে কোন বহিরাগতকে
যেন ঢুকতে দেওয়া না
হয়। রাজ্যের
সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলায়
সব ক’টি গ্রাম পঞ্চায়েত,
সমিতি এবং জেলা পরিষদ
দখলের দাবি করেন তিনি। এদিন
বাগদার জনসভায় তৃণমূল ছেড়ে
বেশ কয়েক জন রাজনৈতিক
কর্মী বিজেপিতে যোগদান করেন।
তাদের হাতে দলীয় পতাকা
তুলে দেন দিলীপ ঘোষ।