জেলায় রক্তের সমস্যা মেটাতে হেমতাবাদ থানার মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত।
1 min read
তন্ময় দাস,হেমতাবাদ :উত্তর দিনাজপুর জেলা হাসপাতাল এ রক্তের এক বিশাল সমস্যা লেগেই থাকে ঠিক সেই সময় কিছু পরিমান রক্ত পৌঁচ্ছে দিলেন জেলা পুলিশ। উত্তর দিনাজপুর পুলিশ এর উদ্যোগে হেমতাবাদ থানার মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া মেঘলা থাকায় এই দিন দুপুরে হেমতাবাদ থানা মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এই দিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ মিত্র,হেমতাবাদ ব্লকের ১৬ নং জেলা পরিষদ পম্পা পালের স্বামী তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গৌতম পাল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিন, হেমতাবাদ ব্লকের উন্নয়ন সমষ্টি আধিকারিক সঞ্জয় থাটাল, হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক বিশ্বাস, সহ অনেকে। পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার দের পাশাপাশি রক্তদান করেন এলাকার সাধারণ মানুষ। ৫০ রক্ত দাতা রক্ত দান করেন। গৌতম বাবু বলেন আমাদের জেলায় রক্তের সমস্যা লেগেই থাকে য়ুব সমাজ কে স্বেচ্ছায় রক্ত দান করার আহবান জানান।