উন্নয়ন এর নামে ছাপ্পা ভোট , সন্ত্রাস রাজ্যে বাসীকে উপহার দিচ্ছেন তৃনমূল – মোহিত সেনগুপ্ত
1 min read
তন্ময় চক্রবত্তী
ঃ- গ্রামের কোন উন্নয়ন হয়নি বলেই সন্ত্রাস করে
জিততে চায় তৃনমূল জানলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত।তিনি আজ একান্ত সাক্ষাৎ কারে বলেন তৃনমূল এর সন্ত্রাস
আজ এমন একটা পর্যায়ে চলে গেছে যে আগের সমস্ত রেকর্ড রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজীর নেতৃত্বে ভেঙ্গে গেছে এই বাংলায়।
ঃ- গ্রামের কোন উন্নয়ন হয়নি বলেই সন্ত্রাস করে
জিততে চায় তৃনমূল জানলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত।তিনি আজ একান্ত সাক্ষাৎ কারে বলেন তৃনমূল এর সন্ত্রাস
আজ এমন একটা পর্যায়ে চলে গেছে যে আগের সমস্ত রেকর্ড রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজীর নেতৃত্বে ভেঙ্গে গেছে এই বাংলায়।
গনতন্ত্র বলে কিছুই নেই এই রাজ্যে।তৃনমূলের মস্তান বাহিনীর দাপট ই এই রাজ্যের গনতন্ত্র । মোহিত সেনগুপ্ত বলেন আগে বামফ্রন্ট সরকারের আমলে এমন গনতন্ত্রের হাল হয় নি যেটা আজ তৃনমূলের সরকারের আমলে হচ্ছে।
তারা মানুষের কাছে ভোট চেতে যেতে ভয় পাচ্ছে কারন তারা ভালো করেই জানে যে গ্রামের উন্নয়ন তারা কিছুই করতে পারে নি। তাই বন্ধুক মাথায় দেখিয়ে বিরোধী
প্রাথীদের অপহরন করে পঞ্চায়েতে মানুষের গনতান্ত্রিক আধিকার কে তারা কেড়ে নিতে চেইছে। এ কেমন গনতন্ত্রে আমরা বাস করছি যেখানে মানুষের মত প্রকাশের অধিকার থাকে না। কংগ্রেস সভাপতি
মোহিত সেনগুপ্ত আরো
বলেন, এই ভাবে বেশি দিন চলতে পারে না।
প্রাথীদের অপহরন করে পঞ্চায়েতে মানুষের গনতান্ত্রিক আধিকার কে তারা কেড়ে নিতে চেইছে। এ কেমন গনতন্ত্রে আমরা বাস করছি যেখানে মানুষের মত প্রকাশের অধিকার থাকে না। কংগ্রেস সভাপতি
মোহিত সেনগুপ্ত আরো
বলেন, এই ভাবে বেশি দিন চলতে পারে না।
তাই মানুষ যদি এর বিরুদ্ধে গর্জে উঠে তাহলে যদি আগামী দিনে এর জেরে আইন শৃঙ্গলার অবনতি হয় তাহলে এর জন্য দায়ী থাকবে রজ্যে সরকার ও তার মদতপুষ্ট পুলিশ। মোহিত বাবু বলেন তৃনমূল কংগ্রেস সুপরিকল্পতি ভাবে পুলিশ কে দিয়ে এই সন্ত্রাস করছে। তিনি বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যাপক সন্ত্রাস চলবে কারন কোন বুথেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা থাকবে না।
জেলা সভাপতি আরো বলেন সারা ভারত বর্ষের
মধ্যে সব চেয়ে নিকৃষ্ট যদি সরকার থাকে তাহলে সেটা তৃনমূল কংগ্রেস। তাই উন্নয়ন এর বিনিময়ে ছাপ্পা ভোট , সন্ত্রাস রাজ্যে বাসীকে উপহার দিচ্ছেন।
জেলা সভাপতি আরো বলেন সারা ভারত বর্ষের
মধ্যে সব চেয়ে নিকৃষ্ট যদি সরকার থাকে তাহলে সেটা তৃনমূল কংগ্রেস। তাই উন্নয়ন এর বিনিময়ে ছাপ্পা ভোট , সন্ত্রাস রাজ্যে বাসীকে উপহার দিচ্ছেন।