January 10, 2025

আভিলাস এর জন্মদিনের সাক্ষী থাকল মুখ ও বধির আবাসিক হোমের ছেলেমেয়েরা

1 min read

    

                                                         ছবি ঃ-
শঙ্কর গুপ্তা 

তন্ময় চক্রবত্তী ঃ-  আজ
এক ব্যাতিক্রমী জন্ম দিনের সাক্ষী
থাকল উত্তর দিনাজপুর জেলার
কর্নজোরায় অবস্থিত সুর্যদয় আবসিক হোমের ছাত্র
ছাত্রীরা জেলার
রায়গঞ্জের ট্রাফিক পুলিশের বড়বাবু পিনাকী সরকার
তার চার বছরের পুত্র
সন্তান  আভিলাস
সরকারের জন্মদিন পালন করল এই
হোমে আর পাচজন    আবাসিক মুখ
বোধির বাচ্চাদের সামনে কেক কেটে
 
 ছবি ঃ- শঙ্কর গুপ্তা 
স্বাভাবত খুশি
এখানকার ছাত্র  ছাত্রীরা
রায়গঞ্জের
ট্রাফিক পুলিশের বড়বাবু পিনাকি সরকার
 আজ দুপুরে তার
স্ত্রী দেবলিনা সরকার পুত্র
আভিলাস কে নিয়ে যখন
এই সুর্যদয় আবাসিক হোমে প্রবেশ
করেন তখন প্রথমে সুর্যদয়
আবসিক হোমের ছাত্র ছাত্রীরা  একটু
 আর্শ্জয্য
হয়ে গেলেও পরবর্তিতে জানতে
পারে তাদের মাঝে থেকে
তাদের এক ছোট্ট
ভাই আভিলাস এর জন্ম
দিন আজ  পালন হবে
এখানে ফলে ভীষন আনন্দ দেখা
যায় সকলের  মধ্যে

 ছবি ঃ- শঙ্কর গুপ্তা 
সকলের মাঝে আভিলাস
নিজে কেক কাটার পর
সকলকে সেই কেক খাওয়ানো
থেকে প্রত্যেককে একটি মিষ্টির প্যাকেট
সে নিজের হাতে
দেয়
 ছবি ঃ- শঙ্কর গুপ্তা 
শুধু
তাই নয় ছোট আভিলাস
আবদার করে সকলের মাঝে
থেকে সে ছবিও তুলবে,পরে সেই গ্রুপ
ছবিও তোলা হল তার
আবদারে
 ছবি ঃ- শঙ্কর গুপ্তা 

ছোট
আভিলাসকে দেখা যায় কখনো
তার মায়ের কোলে কখনো
তার বাবার কোলে চরতেকখনো
আবার কোল থেকে নেমে
ছুটোছুটি করতে আভিলাস
যেন তার জীবনের চতুর্থ
বছরের শুরুর দিনটা সকলের
মাঝে থেকে একটু আলদা
ভাবে কাটিয়ে সরনিয় করে
রাখল ছেলের
আনন্দে সভাবত  খুশি
তার বাবা পিনাকি  সরকার   ও
তার মা দেবলিনা সরকারজানা যায়  রাজ্যে একমাত্র সরকারী
আবাসিক হোমে এখন উনপঞ্চাশ
জন ছেলে মেয়ে রয়েছে
যার মধ্যে একচল্লিশ জনই
মুখ ও বধির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *