ওড়িয়েন এডুটেক প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে প্রধান মন্ত্রী কৌশল বিকাশ যোজনা কেন্দ্র চালূ বারুইপুরে
1 min read
দেবাঞ্জলী চক্রবর্তী, কলকাতা ঃ- 28 শে এপ্রিল উদ্বোধন হয়ে গেল বারুইপুরে
ওড়িয়েন এডুটেক প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে প্রধান মন্ত্রী কৌশল বিকাশ যোজনা
কেন্দ্র ।
ওড়িয়েন এডুটেক প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে প্রধান মন্ত্রী কৌশল বিকাশ যোজনা
কেন্দ্র ।
প্রদীপ প্রজ্বলিত অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অতিথি সহ বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার
দাশ, কমল মিত্র (হরিহর
পঞ্চায়েত), ডঃ প্রণব
ব্যানার্জি (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ভারত সরকার) প্রধানমন্ত্রীর দক্ষ কেন্দ্র
প্রধানমন্ত্রীর দক্ষ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ), সর্ণজিত মুখোপাধ্যায় (ক্লাস্টার ম্যানেজার),
সোমনাথ রায়চৌধুরী
(আঞ্চলিক পরিচালক) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় ৫০০ জন শিক্ষার্থী এই
অনুষ্ঠানে এসেছিল। ” প্রধান মন্ত্রী কৌশল বিকাশ যোজনার” মূল মন্ত্র
” If We Have To Promote The Development Of Our County Then Our
Mission Has To be Skill Development And Skilled India” প্রকল্পের মাধমে চাকরী পেতে আগ্রহী বর্তমান যুবসমাজের মধ্যে
এই কোর্সের ব্যাপারে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় ।
দাশ, কমল মিত্র (হরিহর
পঞ্চায়েত), ডঃ প্রণব
ব্যানার্জি (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ভারত সরকার) প্রধানমন্ত্রীর দক্ষ কেন্দ্র
প্রধানমন্ত্রীর দক্ষ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ), সর্ণজিত মুখোপাধ্যায় (ক্লাস্টার ম্যানেজার),
সোমনাথ রায়চৌধুরী
(আঞ্চলিক পরিচালক) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় ৫০০ জন শিক্ষার্থী এই
অনুষ্ঠানে এসেছিল। ” প্রধান মন্ত্রী কৌশল বিকাশ যোজনার” মূল মন্ত্র
” If We Have To Promote The Development Of Our County Then Our
Mission Has To be Skill Development And Skilled India” প্রকল্পের মাধমে চাকরী পেতে আগ্রহী বর্তমান যুবসমাজের মধ্যে
এই কোর্সের ব্যাপারে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় ।
কর্তৃপক্ষরা আর ও জানান ,
এই কোর্স শিক্ষার্থীদের
সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কোর্স শেষে বিভিন্ন বেসরকারি
কোম্পানি গুলোতে চাকরী লাভের সুযোগ করে দেওয়া হবে।
এই কোর্স শিক্ষার্থীদের
সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কোর্স শেষে বিভিন্ন বেসরকারি
কোম্পানি গুলোতে চাকরী লাভের সুযোগ করে দেওয়া হবে।
আশাবাদী ও খুশী শিক্ষার্থীদের
অভিভাবকরাও জানালেন যে অর্থ সামর্থতার অভাবে অনেক আগ্রহী বা মেধাবী ছেলেমেয়েরা
পিছিয়ে পড়তো , কাজের কোনও
সুরাহা হোত না সেই পরিস্থিতির বদল ঘটবে।
অভিভাবকরাও জানালেন যে অর্থ সামর্থতার অভাবে অনেক আগ্রহী বা মেধাবী ছেলেমেয়েরা
পিছিয়ে পড়তো , কাজের কোনও
সুরাহা হোত না সেই পরিস্থিতির বদল ঘটবে।