তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরঘই গ্রাম
1 min read
সুব্রত সাহা রায়গঞ্জ ঃ– রান্নাঘরের টিনের চাল থেকে ৪ টি তাজা বোমা উদ্ধারের ঘটনায়
চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ ব্লকের বিরঘই গ্রাম পঞ্চায়েতের রূপাহারে।
চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ ব্লকের বিরঘই গ্রাম পঞ্চায়েতের রূপাহারে।
জানা গেছে স্থানীয় বাগানবাড়ি এলাকার তৃণমুল কর্মী
দোকান কর্মচারী সুর্য্য রায় রান্নাঘরের চালের ওপরের পেয়ারাডাল কাটতে উঠে পালস্টিক
জড়ানো কিছু গোলাকার সুতলী পেচানো জিনিষ দেখতে পান।
দোকান কর্মচারী সুর্য্য রায় রান্নাঘরের চালের ওপরের পেয়ারাডাল কাটতে উঠে পালস্টিক
জড়ানো কিছু গোলাকার সুতলী পেচানো জিনিষ দেখতে পান।
এলাকার মানুষদের খবর দিলে তাদের
পরামর্শে সেই জিনিষগুলো বালতিতে জলে ডুবিয়ে রায়গঞ্জ থানায় খবর দেন। রায়গঞ্জ থানার পুলিশ ৪ টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা চিরকাল শান্তিপ্রিয়, এধরনের বিষয়
কোনোদিনও নজরে আসেনি।
পরামর্শে সেই জিনিষগুলো বালতিতে জলে ডুবিয়ে রায়গঞ্জ থানায় খবর দেন। রায়গঞ্জ থানার পুলিশ ৪ টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা চিরকাল শান্তিপ্রিয়, এধরনের বিষয়
কোনোদিনও নজরে আসেনি।
এলাকার তৃনমুল নেতৃত্ব সুব্রত দেবপাল অভিযোগ করেছেন সুর্য্য
রায়ের বাড়ির পেছনের ওই চাল সংলগ্ন রাস্তার পাশেই তৃণমুল কংগ্রেস রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রার্থী মীনা রায়ের বাড়ি। বিরোধীরা বড়সড় ঘটনা
ঘটাবার জন্যই সম্ভবত প্রস্তুতি নিচ্ছিলেন।
রায়ের বাড়ির পেছনের ওই চাল সংলগ্ন রাস্তার পাশেই তৃণমুল কংগ্রেস রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রার্থী মীনা রায়ের বাড়ি। বিরোধীরা বড়সড় ঘটনা
ঘটাবার জন্যই সম্ভবত প্রস্তুতি নিচ্ছিলেন।
ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার
পুলিশ।
পুলিশ।