ভোটের দিন সন্ত্রাস রুখতে পথে নামবে বিজেপির হনুমান বাহিনী
1 min read
তন্ময় চক্রবর্তী:- ভোটের দিন যাতে শাসক দল কোন রকম সন্ত্রাস না করতে পারে তার জন্য পুরোপুরি প্রস্তুত বিজেপির হনুমান বাহিনী।এক একান্ত সাক্ষাৎকারে একথা জানালেন
বিজেপির কালিয়াগঞ্জ বিধানসভার
পালক
রুপক রায়।
বিজেপির কালিয়াগঞ্জ বিধানসভার
পালক
রুপক রায়।
তিনি বলেন তারা উন্নয়নের পক্ষে তাই নিবিগ্নে ভোট চান। তবে তৃনমূল কংগ্রেস যদি ভোটের দিন কোন অশান্তি করে তাহলে বিজেপির হনুমান বাহিনীর খেল তারা দেখতে পাবেন।তিনি বলেন এই হনুমান বাহিনীর হাতে থাকবে মোটা বাশ,বল্লম, তিরধনুক ও পাথর। রুপক বাবু আরও বলেন তারা চান না
তাদের হনুমান বাহিনী কে তারা ব্যাবহার করুক ।
তাদের হনুমান বাহিনী কে তারা ব্যাবহার করুক ।
তবে শাসক দল সন্ত্রাসের সীমা আতিক্রম করলে তারা হারে হারে টের পাবে।অপর দিকে এই বিজেপির হনুমান বাহিনী ব্যাপারে তৃনমূল যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি পিন্টু মোদক কে প্রশ্ন করা হলে
তিনি বলেন, তারা বিজেপির এই হনুমান বাহিনীকে ভয় পায় না কারন যে ভাবে গ্রামেগঞ্জে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানাজীর নেতৃত্বে কাজ হয়েছে উন্নয়নের তাতে মানুষ ই বিজেপির
এই হনুমানদের রুখে দিবে।
তিনি বলেন, তারা বিজেপির এই হনুমান বাহিনীকে ভয় পায় না কারন যে ভাবে গ্রামেগঞ্জে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানাজীর নেতৃত্বে কাজ হয়েছে উন্নয়নের তাতে মানুষ ই বিজেপির
এই হনুমানদের রুখে দিবে।
তিনি বলেন যদি ভোট এর দিন এই হনুমান বাহিনী কোন অশান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে তৃনমূলের প্রতিটা কর্মি
রক্ত দিয়ে তাদের প্রতিরোধ করবে।এই রকম মুখোশধারী হনুমান এর আগেও ছিল বামফ্রন্টের আমলে। কিন্তু মানুষই তাদের উচ্ছেদ করে দিয়ে রাজ্যে তৃনমূল কংগ্রেস এর সরকার কে প্রতিষ্টিত করেছে ।
রক্ত দিয়ে তাদের প্রতিরোধ করবে।এই রকম মুখোশধারী হনুমান এর আগেও ছিল বামফ্রন্টের আমলে। কিন্তু মানুষই তাদের উচ্ছেদ করে দিয়ে রাজ্যে তৃনমূল কংগ্রেস এর সরকার কে প্রতিষ্টিত করেছে ।