উন্নয়ন যদি হতোই সন্ত্রাস তা হলে হত না জানালেন উত্তরদিনাজপুরজেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ-উন্নয়ন যদি হতোই তাহলে সন্ত্রাস করে ভোট করত না তৃনমূল ।একান্ত সাক্ষাৎ কারে উত্তরদিনাজপুরজেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত একথা বলেন।
তিনি বলেন পশ্চিমবঙ্গে কোন উন্নয়ন হয় নি। বেকারের, কারাগার, কোন শিল্প নেই। রাজ্যে ৬ বছরে কয়টা শিল্পপতি রাজ্যে এসেছেন শিল্প করতে ,কত বেকার সমস্যা দুর হয়েছে সরকার বলতে
পারবে না।সিভিকদের চাকরি দিয়ে বলতে পারবে না বেকার দের চাকরি করে দিয়েছেন। বহু বেকাররা আছে যারা এই সরকার কে ভোট দিবে না। তাদের কে ভয় দেখিয়ে সন্ত্রাস করছে তৃনমূল। এমন চলতে পারে না
এর ফল তৃনমূল কংগ্রেস কে পেতে হবে বলে তিনি জনান।
পারবে না।সিভিকদের চাকরি দিয়ে বলতে পারবে না বেকার দের চাকরি করে দিয়েছেন। বহু বেকাররা আছে যারা এই সরকার কে ভোট দিবে না। তাদের কে ভয় দেখিয়ে সন্ত্রাস করছে তৃনমূল। এমন চলতে পারে না
এর ফল তৃনমূল কংগ্রেস কে পেতে হবে বলে তিনি জনান।