সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধোরের অভিযোগে উত্তেজনা হেমতাবাদ
1 min read
সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধোরের অভিযোগে উত্তেজনা এলকায়। অভিযোগের তীর তৃনমূলের দিকে। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার হেমতাবাদের চৌনগর এলাকায়। এই ঘটনার জেরে সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ জোট সমর্থকদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, বৃহস্পতিবার রাতে জোট প্রার্থীর প্রচার সেরে বাড়ি যাচ্ছিলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৈদুর রহমান। সে সময় আচমকায় জেলাপরিষদের তৃনমুল প্রার্থীর স্বামী গৌতম পালের নেতৃত্বে বেশ কিছু দুঃস্কৃতি তাকে পথ আটকে বেধরক মারধোর করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোটের হয়ে প্রচার না করারও হুমকি দেয় মারধোর করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বলে অভিযোগ। ঘটনার পর গুরুতর আহত হন সৈদুর রহমান। তাকে প্রথমে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার জেরে চৈনগর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় জোট সমর্থকেরা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ। এলাকায় রয়েছে উত্তেজনা।দুপুড়ে দোষিদের গ্রেপ্তারের দাবিতে জোটের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করা হয়। এদিকে তৃনমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তাদের অভিযোগ জোটের নিজেদের মধ্যেই বসচা শধু তাদের নাম জড়ানো হচ্ছে।