January 10, 2025

হরিরামপুর সোনা পন্থী হওয়ায় রেহায় পেলেননা মহিলারাও

1 min read

মামুন সরকার ,দক্ষিণ
দিনাজপুর
হরিরামপুর সোনা পন্থী
হওয়ায় রেহায় পেলেননা মহিলারাও শ্রীলতা হানি মারধর ভাঙচুর সহ নানান অভিযোগ বিপ্লব
গোষ্ঠীর অনুগামীদের  বিরুদ্ধে ।অভিযোগ
হরিরামপুরে গতকাল রাত্রে সোনা পাল ও তার অনুগামীদের উপর অত্যাচারের  অভিযোগ উঠেছে তৃণমূলের বিপ্লব পন্থীদের উপরে ।
শুধু বিপ্লব পন্থী নয় অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও।গতকাল রাতে এগারোটা
নাগাত তৃণমূলের কিছু বাইক বাহিনী পুলিশ কে সঙ্গে নিয়ে সোনাপালের বাড়ি এবং তার
অনুগামী দুই বাড়িতে ভাঙচুর চালায় এবং 
মারধর করে বলে অভিযোগ ।

এমনকি মহিলাদের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ করেছেন
সোনাপাল। তার স্ত্রী  ও মেয়ে মা কেও মারধর
করে বলে তিনি জানিয়েছেন । এছাড়াও হাসপাতাল চত্তরে থাকা এক হাসপাতাল কর্মীর বাড়িতেও
হামলা চলে সোনাপনথি হওয়ায়। হাসপাতাল কর্মীকে মারধর করা হয় এবং তার বাড়ির মহিলাদেরও
মারধর করা হয়  বলে তিনি জানিয়েছেন  । 

এছাড়াও সোনাপালের পার্টি অফিসে বাড়ি ,গাড়ি 
ভাঙচুর করা হয় । সোনাপাল জানিয়েছেন গঙ্গারামপুর এডিশনাল এস পি এবং
হরিরামপুর আই সি সহ অন্যান্ন পুলিশ কর্মীরা সোনা পালের বাড়িতে ঢুকে সোনাপালকে
মারধর করে এবং তার বাড়ির মহিলাদের উপরও অত্যাচার করে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি
এটাও জানিয়েছেন যে তিনি এসবে ভয় পাননা ।জনগন তার সাথে আছে । সোনা পাল জানিয়েছেন
আমি আইসি ও এই হরিরামপুর রের পুলিশকে ছেড়ে কথা বলবো না আমি এদের বিরুদ্ধে করা
প্রদক্ষেপ নেব ।এদের গোলমাল করার কারণ বিপ্লব মিত্রর হরিরামপুর থেকে পায়ের মাটি
সরে যাচ্ছে তাই আমাকে ঠেকাতে এরকম নোংরা রাজনীতি করছে বিপ্লব মিত্র
,,১৭ তারিখেই বুঝবে সোনা পাল কে ,,সোনা কারো ভয়ে থেমে থাকে না ।আমাকে পুলিশ দিয়ে
দমানো যাবে না । এই বিষয়ে একজন মহিলা অভিযোগ করে বলেন আমার কাছে ফোন আসে যেখানে
থাকো বাড়ির দরজা লাগিয়ে দাও দরজা লাগাতে না লাগাতে কিছু লোক এসে বাড়ি ভাঙচুর শুরু
করে আমাকে মারে আমার সসুরকে মারে এবং আমার ননদ তাকেও খুব মারে
,,আমরা এর বিচার চাই ,একজন মুখমন্ত্রী মহিলা আর এই রাজ্যে মহিলাদের
ওপর অত্যাচার হচ্ছে এ কেমন বিচার আমরা বিচার চাই
,,আমরা লিখিত অভিযোগ করবো প্রস্তুতি চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *