January 10, 2025

মারাইপুড়া গ্রামপঞ্জায়েত ৬৭ নাম্বার বুথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত.আতঙ্কে ভোট কর্মীরা বুথ ছেড়ে বেড়িয়ে গেছেন।

1 min read

উত্তর দিনাজপুর  জেলার  ৯  টি ব্লকে আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। বিণা প্রতিদ্বন্দ্বিতায় অনেক প্রার্থী নির্বাচিত হওয়ায় জেলার ৯৮ টি গ্রামপঞ্চায়েতের ১৫৬২টি আসনে, ৯টি পঞ্চায়েত সমিতির ২৭৯ টি আসনে এবং জেলাপরিষদের ২৩ টি আসনে  ১৬৬ জণ প্রার্থী প্রতিদ্বন্দ্বী তা করছে । 

গোটা জেলায় ১৮২৭ টি ভোটগ্রহন কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ  থেকে ১০ শতাংশ বুথ কে   স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলায় ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। এবার এই জেলায় ভোটদাতার সংখ্যা ১৮  লক্ষ ১১ হাজার ৭৩৪। সকাল  থেকেই বুথগুলিতে উৎসাহী ভোটদাতাদের ভীড় চোখে পড়েছে।এদিকে বেলা যত বাড়ছে ততো   বিক্ষিপ্ত কিছু সংর্ঘষের খবর পাওয়া যায় রায়গঞ্জের১০ নম্বার  মারাইপুড়া গ্রামপঞ্জায়েত ৬৭ নাম্বার বুথে বোমাবাজির অভিযোগ পাওয়া যায় এবং এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত.আতঙ্কে ভোট কর্মীরা বুথ ছেড়ে বেড়িয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *