ভোটের লাইনে দাঁড়াতে গিয়ে ইটের ঘায়ে জখম ৩ তৃণমূল কর্মী
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা,ভোটের লাইনে দাঁড়াতে গিয়ে ইটের ঘায়ে জখম ৩ তৃণমূল কর্মী। অভিযোগের তীর এক কংগ্রেস প্রার্থীসহ দলবলের বিরুদ্ধে। আহতদের ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বৈষ্ণবনগর থানার খেজুরিয়া নিউ কলোনি এলাকায় ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইটের ঘায়ে তার ডান পা ভেঙে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তদের নাম কমল হালদার(৪৫), শিবশঙ্কর হালদার(৩৮),চৈতন্য হালদার(৩৯)।
বর্তমানে তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত কংগ্রেস প্রার্থী পিন্টু হালদার সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।জানা গিয়েছে ভোটের লাইনে দারাতে যাওয়ার সময় ক্ংগ্রেস প্রার্থী পিন্টু হালদার দলবল নিয়ে তার বাড়ির ছাদ থেকে ইট বৃষ্টি শুরু করে। ইটের ঘায়ে জখম হয় ৩ তৃণমূল কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে
পুলিশ কর্মীদের বিরুদ্ধে।