January 10, 2025

বিপুল সংখ্যা গরিষ্টতা নিয়ে এবারো উত্তর দিনাজপুর জেলা পরিষধ তৃনমূলের হতে চলছে।

1 min read
তন্ময় চক্রবর্ওী ঃ– একেই বলে ওস্তাদের মার শেষ রাতে।আর তাই করল ওস্তাদরা। হাজারো সন্ত্রাস কে উপেক্ষা করে এবারও বাংলার মানুষ পঞ্চায়েতে তৃনমূল কংগ্রেস এর উপরই আস্তা রাখছে।
 নির্বাচনের পর বর্তমানের কথার বুথে ফেরত সমীক্ষা অনুযায়ী উত্তর দিনাজপুর জেলা পরিষধ তৃনমূল কংগ্রেস এর হাতে আসতে চলছে।জেলা পরিষধের ২৬ টি আসনের মধ্যে ৩ টি আসনে এর আগে তৃনমূল কংগ্রেস জয়ী হয় বিনা প্রতিদ্বন্দিতায় । তাই নির্বাচনে  জেলা পরিষধের ২৩ টি আসনে  নিবার্চন হয়।নির্বাচনের পর বর্তমানের কথার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই ২৩ টি আসনের মধ্যে ২0 টি আসনে পেতে চলছে তৃনমূল কংগ্রেস।
 ২টি বিজেপি ১ টি কংগ্রেস-সিপিএম জোট পেতে চলছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির ২৮৯ টি আসনের মধ্যে ২২০ টি আসনে তৃনমূল কংগ্রেস পেতে চলছে। বিজেপি ৪০টি আসনে এবং কংগ্রেস-সিপি আই এম জোট ১৯ টি আসন পেতে চলছে। গ্রাম পঞ্চায়েত এর ১৫৬২ টি আসনের মধ্যে তৃনমূল কংগ্রস ১৩৯০ টি আসন পেতে চলছে।বাকি আসন বিরোধীদের দখলে যেতে চলছে।
বর্তমানের কথার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবারে তৃনমূল কংগ্রেসের যে সমস্ত হ্যাভিওয়েট প্রার্থীরা জেলা পরিষধের আসনে দাড়িয়েছেন তার মধ্যে ইটাহারের পুজা আচার্য্য, কালিয়াগঞ্জের অসীম ঘোষ, দোধী মোহন দেবশর্মা,পম্পা পাল, মোশারফ হোসেন এর জয় এক প্রক নিশ্চিত বলা যায়।এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *