নির্বাচনের পরের দিন রায়গঞ্জে আবার মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য এলাকায়
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর– পঞ্চায়েত নির্বাচনের পর আবার মঙ্গলবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বোগ্রাম এলাকায়।
পঞ্চায়েত নির্বাচনের পর দিন সকালে এই মৃতদেহ উদ্ধার হয় ওই এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম গৌড় সরকার তিনি উদয়পুর এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে খবর। এলাকাবাসীর দাবী, সোমবার পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের হুমকিকে উপেক্ষা করে ওই ব্যক্তি সবার প্রথমে ভোট দিয়েছিল এটাই তার অপরাধের একমাত্র কারণ। এরপর থেকেই হুমকির মুখে পড়তে হয় গৌড় সরকারকে। স্থানীয়দের দাবী, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন গৌড় সরকার। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পরে বো গ্রাম স্পিনিং মিল লাগোয়া এলাকা থেকে গৌর সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে মৃতদেহ উদ্ধারের পরেই খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। ডিএসপি সদর প্রসাদ প্রধান সহ পুলিশ বাহিনী এলাকায় এসে পৌঁছায়। এরপরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। মৃতদেহ নিয়ে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই দাবী স্থানীয় বাসিন্দাদের।সোমবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলায় মোট তিন জনের মৃত্যর ঘটনা ঘটলো বলে জানা যায়।