পুনর্নিবাচনে অবাধ ছাপ্পা ও বুথে ঢুকে ভোটারদের বলপুর্বক ভোট দেওয়ানোর অভিযোগ উঠল খোদ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে
1 min readপুনর্নিবাচনে অবাধ ছাপ্পা ও বুথে ঢুকে ভোটারদের বলপুর্বক ভোট দেওয়ানোর অভিযোগ উঠল খোদ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। আজ রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে পুনর্নিবাচন চলছে। বুথে গিয়ে দেখা গেল গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তুলু বাউরি নিজে বুথের মধ্যে রয়েছেন। যেখানে ভোট দান চলছে সেখানে নিজে গিয়ে ভোটার দের বলছেন কোথায় ভোট দিতে হবে। এমনকি ব্যালটে কোথায় ছাপ দিতে হবে সেটাও তিনি বলে দিচ্ছেন। বাইরে পুলিশের ভুমিকা ছিল নীরব দর্শকের মত।