বাঁকুড়ার সারেঙ্গা থানার দেবগ্রামে কার্তিক সরেন নামে এক ব্যাক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে।পুলিস জানিয়েছে আজ সকাল ন’টা নাগাদ যখন সে মাঠে কাজ করছিল,তখন বজ্রপাত হচ্ছিল।এতে সে আহত হয়।তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষ
না করে।