January 11, 2025

শিক্ষকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল পুলিশ

1 min read

রায়গঞ্জ মহকুমাশাসক প্রিজাইডিং অফিসার মৃত্যুকাণ্ডে আন্দোলনকারী শিক্ষকদের হাতে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন মহকুমাশাসক টি এন শেরপা নিগ্রহের ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল পুলিশ
পুলিশ ক্যামেরার ফুটেজ দেখে দোষী শিক্ষকদের চিহ্নিত করার কাজ শুরু করেছে অভিযুক্তদের গ্রেপ্তার করতে জোর তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশগত ১৪ মে পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহন করাতে প্রিজাইডিং অফিসার হিসেবে ইটাহারের সোনাপুর ৪৮ নম্বর বুথে গিয়েছিলেন রায়গঞ্জ সুদর্শনপুর এলাকার বাসিন্দা করনদিঘী রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায় কর্মরত অবস্থায় পরদিন রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধারে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়এই ঘটনাকে জেলা প্রশাসন আত্মহত্যা বলে স্বীকৃতি দিতেই ক্ষোভে ফেটে পড়েছিল জেলার শিক্ষক মহল রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে ক্ষুদ্ধ শিক্ষকেরা পথ অবরোধ করে অবরোধস্থলে রায়গঞ্জ মহকুমাশাসক টিএন শেরপা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে শিক্ষকদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হন তিনি তাকে লক্ষ করে জুতো ছোঁড়া, জল ঢেলে দেওয়া হয় এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল রায়গঞ্জ থানার পুলিশ.পুলিশসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ মহকুমাশাসক টি এন শেরপার অভিযোগের ভিত্তিতে সরকারি অফিসারকে শারীরিক হেনস্থা, কাজে বাঁধা, অবৈধ জমায়েত এবং অ্যাক্রোসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *