বিজেপির বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
1 min read
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের সাঁকোয়া পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বিজয়ী প্রার্থী দের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উৎসাহিত করেন।
উল্লেখ্য, সাঁকোয়া গ্রাম পঞ্চায়েত টি বিজেপি দখল করেছে। বিজেপি এই পঞ্চায়েতে 17টি আসনের মধ্যে 8টি আসন আসন দখল করেছে। মিছিলের পরঃ দিলীপ ঘোষ একটি রাজনৈতিক সভা করেন। সেই সভাতে একজন নির্দল থেকে জেতা প্রার্থী ও আরও একজন তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী বিজেপিতে যোগদান করেন।
দিলীপ বাবু এঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিনও তিনি রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস কে হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি বিজেপি সমর্থকদের চোখ রাঙায় , লাঠি দেখায় তার উত্তর দেওয়ার জন্য বিজেপি তৈরি আছে।