"হাই স্কুল কুইজ শো"
1 min read
ভগিনী নিবেদিতা-র জন্মসার্ধশতবর্ষ উপলক্ষ্যে সারাবাংলাব্যাপী ছাত্রছাত্রীদের(স্কুল এবং কলেজ) গড়ে তোলা Young Bengal Volunteers’ Organization এর উত্তর দিনাজপুর টিমের উদ্যোগে আজ “হাই স্কুল কুইজ শো” নামে একটি আন্ত: বিদ্যালয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় এর হল রুমে,উত্তর দিনাজপুর এর বিভিন্ন স্কুলের স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করেছিলো আজকের এই প্রতিযোগিতায়,এই প্রতিযোগীতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী র বিভাগে চ্যাম্পিয়ন এর শিরোপা অর্জন করে রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির এর সায়র নাগ ও সামন্তক মৌলিক,এই বিভাগে রানার্সের শিরোপা অর্জন করে সারদা বিদ্যামন্দির এর দিশা অধিকারী ও নির্নিতা ঘোষ।নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিভাগে সেরার শিরোপা অর্জন করে বিদ্যাচক্র স্কুলের প্রত্যনিক চক্রবর্তী ও দেবাঞ্জন ঘোষ,এই বিভাগে রানার্সের শিরোপা অর্জন করে করোনেশন উচ্চ বিদ্যালয় এর সৌকর্য দাস এবং তমোঘ্ন ব্রহ্ম।এই কুইজ প্রতিযোগীতার কুইজ মাষ্টারের ভূমিকা পালন করেন সুলগ্না নন্দী মহাশয়া।করোনেশন উচ্চ বিদ্যালয় এর সহ প্রধান শিক্ষক শুভাশিস মুখার্জী,সারদা বিদ্যামন্দির এর দাদাভাই প্রতীক সান্যাল,Y.B.V.O. র উত্তর দিনাজপুর এর সম্পাদক আকাশ চাকী এবং অন্যান্য সদষ্যদের মধ্যে আকাশ সরকার,সুরভি মোদক,জেনিশা সাহা,সঞ্চারী বসাক,কেয়া বসাক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই কুইজ প্রতিযোগিতায়।