কালিয়াগঞ্জে দুইদিন ব্যাপী ট্যালেন্ট সার্চ ফুটবল প্রতিযোগিতা শুরু
1 min read
তপন চক্রবর্তী,–কালিয়াগঞ্জ রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ মাঠে প্লে ওয়ার্ল্ড ফুটবল কোচিং ক্যাম্পের উদ্যোগে দুই দিন ব্যাপী ট্যালেন্ট সার্চ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়।কোচিং ক্যাম্পের উদ্যোক্তা তরুণ গুহ বলেন আজকের এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করছে।
যে সমস্ত ফুটবল দল অংশগ্রহণ করছে তাদের মধ্যে নসিরহাট সুকান্ত স্মৃতি চক্র, বলরামপুর সঙ্ঘ,প্লে ওয়ার্ল্ড ফুটবল কোচিং ক্যাম্প,জিনগাও একাদশ,মুস্তফানগর ইয়ং এথেলেটিক্স,হ্যাপি অফিস সংঘ,পূর্বভান্ডার ত্রিমুর্তি ক্লাব এবং ভেলাই একাদশ।কোচিং ক্যাম্পের কর্নধার তরুণ গুহ বলেন ১১০পয়েন্ট ভিত্তিক এই ট্যালেন্ট সার্চ ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।এই দুইদিনের খেলা থেকে যে দল চ্যাম্পিয়ান ও রানার্স হবে তারা আগামী ৩রা জুন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে যে ট্যালেন্ট সার্চ ফুটবল প্ৰর্তিযোগীতা অনুষ্ঠিত হবে সেখানে তারা অংশগ্রহণ করবে বলে জানান।রবিবার কালিয়াগঞ্জে এই ফুটবল খেলাকে ঘিরে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যায়।