January 11, 2025

বিজেপির জয়ের তিনদিন পর পুনর্গণনায় হাজার ভোটে জিতে গেল তৃণমূল

1 min read

পুরুলিয়া ২০ মেঃ ছত্রিশ ঘণ্টার মধ্যে পালটে গেল ফলাফল। যে জেলা পরিষদ  আসনে বিজেপি প্রার্থীর কাছে তৃণমূল হেরেছিল সাড়ে পাঁচশ ভোটে। পুনর্গণনায় পুরুলিয়া জেলা পরিষদের রঘুনাথপুর-১ ব্লকের সেই জেলা পরিষদ ৩৮ নং আসনটিতে তৃণমূল জিতল ১০২৯ ভোটে। রবিবার বিকেলে এই ফলের পর তৃণমূল শিবিরে উচ্ছ্বাস দেখা গেলেও বিজেপি স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই পুনর্গণনা তারা মানছে না। জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী  সাফ জানিয়ে দেন প্রশাসনের মদতে বাস্তবে ডাকাতি করে এই আসনটি কেড়ে নিতে চেয়েছে তৃণমূল।  এর বিরুদ্ধে তারা আদালতের দারস্থ হয়েছেন। পালটা বক্তব্যে জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাত বলেন ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রে বিজেপি সন্ত্রাস করে তাদের এজেন্টদের বার করে দেয়। তখনই পুনর্গ্ণনার দাবী করেছিলেন ওই আসনের তৃণমূল প্রার্থী। নির্বাচন কমিশন সেই দাবী মেনে অবশেষে পুনর্গ্ণনা করে। এতে তৃণমূল প্রার্থী জয়ী হওয়ায় খুশি তিনি। বিজেপির আদালত যাওয়া প্রসঙ্গে তিনি বলেন আদালত সবার জন্য খোলা আছে। যে কেউ যেতে পারেন। উল্লেখ্য  রবিবার বেলা ১০ টা থেকে রঘুনাথপুর কলেজে এই এই পুনর্গণনা শুরু হয়। অথচ ১৭ মে ওই আসনে বিজেপির প্রার্থী গণেশ সিং কে জয়ী বলে ঘোষণা করে দেওয়া হয়। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বড় নেতা বলে পরিচিত অনাথ বন্ধু মাঝিকে ৫৫০ ভোটে পরাজিত করেন বলে ঘোষণা করা হয়। 

তার হাতে  শংসাপত্রও তুলে দেওয়া হয়। তারপর আবার একই আসনে পুনর্গণনা নজির বিহীন বলে দাবী জেলা বিজেপির।   এদিন পুনর্গ্ণনা বিজেপির তরফ থেকে বয়কট করা হয়। কোন বিজেপি নেতা কর্মীকে দেখা যায়নি রঘুনাথপুর কলেজের গণনা কেন্দ্রের আশেপাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *