আশা ভোঁসলেকে বঙ্গভূষণ সম্মান জানাল পশ্চিমবঙ্গ সরকার
1 min read
আশা ভোঁসলেকে বঙ্গভূষণ সম্মান জানাল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নজরুল মঞ্চে বঙ্গভূষণ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আশা ভোঁসলে, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, মহম্মদ হাবিব, প্রয়াত গিরিজা দেবী–সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকেইসোমবার সম্মান
জানানো হয়।এ দিনের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পৃথিবীর ইতিহাসে আজ সম্মানের দিন। ২০১১ সাল থেকে আমরা এটা চালু করেছি। আশাজিকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আমাদের হৃদয়ে লিপিবদ্ধ হয়ে আছে আশাজি, লতাজির নাম।’’সকলের হয়ে আশা ভোঁসলেকে গান শোনানোর অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। আশা ভোঁসলে সানন্দে সেই অনুরোধ রেখেছেন।