কালিয়াগঞ্জ রাজীব ভবনে যথাযথ মর্যাদায় প্রয়াত প্রধান মন্ত্রী রাজীব গান্ধির মৃত্যু দিবস পালন
1 min read
তপন চক্রবর্তী—সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কংগ্রেসের রাজীব ভবনে রাজীব গান্ধীর মৃত্যু দিবস যথাযথ মর্যাদায় পালন করলো কংগ্রেসের সদস্যরা।সকালে সবার প্রিয় প্রয়াত প্রধান মন্ত্রী রাজীব গান্ধীর শহীদ বেদিতে ও প্রতিকৃতিতে মাল্যদান করেন কালিয়াগঞ্জের বিধায়ক তথা ব্লক কংগ্রেস সভাপতি অধ্যাপক প্রমথ নাথ রায়। শহীদ বেদিতে ও প্রতিকৃতিতে মাল্য দান করেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি সুজিত দত্ত,কংগ্রেসের যুব নেতা তুলসী জয়সওয়াল সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃত্বরা।প্রকাশ,১৯৯১ সালের ২১শে মে ভারতের প্রাক্তন প্রয়াত প্রধান মন্ত্রী রাজীব গান্ধীকে আততা
য়ীর হাতে প্রাণ দিতে হয়।