ট্রেনের খাবার খেয়ে অসুস্থ ২০
1 min read
পশ্চিম মেদিনীপুর:– আবার বিতর্কে জড়াল রেল দফতর। খাবারে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে চলন্ত ট্রেনেই অসুস্থ হয়ে পড়লেন শতাব্দী এক্সপ্রেসের প্রায় ২০ জন যাত্রী। এদের মধ্যে ১৩ জন খড়্গপুর রেলওয়ে হাসপাতাল এ ভর্তি।বুধবার ভোরে পুরি স্টেশন থেকে রওনা হয় পুরি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।তার পরেই এই ঘটনা ঘটে।দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। ব্রেকফাস্টের পরই কয়েকজন যাত্রী বমি করা শুরু করেন। এরপর আরও কয়েকজন একই রকম শারীরিক অস্বস্তির অভিযোগ করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ যাত্রীর সংখ্যাও বাড়তে থাকে। প্রত্যেকেরই বমি ক রতে শুুুরু করে। সঙ্গে মাথা ব্যাথা। যাত্রীরা সন্দেহ করেন রেলের দেওয়া খাবার থেকেই গোলমাল। সঙ্গে সঙ্গে কোচ অ্যাটেনডেন্ট এবং টিকেট চেকারদের জানান যাত্রীরা। তাঁরাই যোগাযেোগ করেন খড়গপুরে রেলের আধিকারিকদের সাথে। ততক্ষনে যাত্রীদের অনেকেই আরও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অবস্থা দেখে খড়গপুর স্টেশনেই অসুস্থ যাত্রীদের নামিয়ে রেল হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। খড়্গপুরের ডি আর এম আর কে আর ড়েড্ডী অসুস্থ দের শারিরীক অবস্থার খোজ নেন। পাশাপাশি ঘটনার তদন্ত হবে বলেও জানান তিনি। খাবারের নমুনা ইতিমধ্যেউ সংগ্রহ করা হয়েছে বলে রেল সুত্রে খবর।