January 11, 2025

উন্নয়নের নজীর সৃষ্টিতে কালিয়াগঞ্জের পৌরপতি।

1 min read
  
তপন চক্রবর্তী— কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর--পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত কালিয়াগঞ্জ পৌর শহর।পৌর শহরের তকমা নিয়ে একটি শহর বিগত দুই দশক ধরে দাঁড়িয়ে থাকলেও শহরের উন্নয়ন নিয়ে অথবা পৌর নাগরিক পরিষেবার ব্যাপারে বিগত পৌর বোর্ডের ছিলনা কোন রকম হেলদোল।পরবর্তীতে  কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভার উপপুরপতি কার্তিক পালের  নেতৃত্বে ১২জন কংগ্রেস কমিশনারদের নিয়ে শাসক তৃণমূল দলে যোগদান করায় কালিয়াগঞ্জ পৌরসভার দখল এসে যায় শাসক তৃণমূল দলের অধীনে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতির দায়িত্ব পান কার্তিক চন্দ্র পাল

 পৌর পিতার দায়িত্ব পেয়েই কার্তিকবাবু কালিয়াগঞ্জ পৌর নাগরিকদের প্রতিশ্রুতি দেন আগামী এক বছরের মধ্যে কালিয়াগঞ্জ শহরকে একটি উন্নত মানের পৌরসভা করবার স্বার্থে শহরের খোল নালচে পাল্টিয়ে দেবেন।কথা যা কাজও তাই।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান ইতিমধ্যেই শহরের যানজট রোধে বিভিন্ন রাস্তার সংস্কারের কাজে যেমন হাত লাগিয়েছেন ঠিক তেমনিভাবেই  কালিয়াগঞ্জ শহরের উন্নতমানের জল নিকাশি ব্যবস্থার স্বার্থে শহরের সর্বত্র হাই ড্রেনের কাজ দ্রুত গতিতে শুরু করে দিয়েছে। এখানেই শেষ নয়।কালিয়াগঞ্জ শহরের মাঝে একটি সুইমিং পুল তৈরীর কাজ,কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনির পুরাতন  শ্মশান ঘাটকে একটি উন্নতমানের শ্মশান ঘাট নির্মাণ কাজ শুরু করে দিয়েছে,সাথে সাথে শহরের বুরিপুকুর ও মজলিসপুরেও দুটি উন্নত মানের শ্মশান ঘাট  নির্মাণের কাজ ও দ্রুত গতিতে শুরু করে দিয়েছেন।এক কথায় কালিয়াগঞ্জ পৌর শহরে একসাথে এত উন্নয়নমূলক কাজ কালিয়াগঞ্জ পৌরবাসী এই পৌর শহরে এর আগে কোনদিনও দেখেনি।কালিয়াগঞ্জ শহরে এইমুহূর্তে বাইরে থেকে কেউ কালিয়াগঞ্জ শহরে এলে হয়তো মনে করতেই পারে এ আবার কোন মহেঞ্জদার শহরে এলাম।কারন সর্বত্রই চলছে কাজ আর কাজ।যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ঘর বাড়ী ভাঙার চিত্র।কালিয়াগঞ্জ পৌর শহরের বুকের উপর দিয়ে যাওয়া  ১০নম্বর রায়গঞ্জ–বালুরঘাট রাজ্য সরককের দুপাশ দিয়ে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিল তদের দোকান প্রয়োজন মত ভেঙে দিয়ে রাস্তা প্রসার করবার জন্য যে সাহসী পদক্ষেপ  কালিয়াগঞ্জ  পৌরসভার পৌরপতি কার্তিক পাল নিয়েছেন তাকে কালিয়াগঞ্জ পৌরসভার নাগরিকরা অভিনন্দন জানিয়েছে।

চেয়ারম্যান কার্তিক পাল বলেন শহরের রাস্তা,ড্রেন,শ্মশান কোনকিছুই এই পৌরশহরে ছিলনা বললেই চলে।আমরা পৌরসভার ক্ষমতা পেয়েই প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি পৌর শহর বলতে যা বোঝায় আমরা কালিয়াগঞ্জ শহরকে সেইভাবে সাজাবো।আমরা সেই কাজটাই করছি।কালিয়াগঞ্জ শহরের খেলাধুলার উন্নয়নের জন্য পৌরসভার পক্ষ থেকে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যে ই টেন্ডার প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে।শহরের রশিদপুর এলাকায় খুব শীঘ্রই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করে দেওয়া হবে। কালিয়াগঞ্জ পৌর শহরের নাগরিকরা দীর্ঘদিন পরে এমন একজন দক্ষ চেয়ারম্যান পেয়েছেন যে চেয়ারম্যানকে বলা যেতে পারে কাজ পাগল চেয়ারম্যান। কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শুধুমাত্র এইসব কাজ করেই বসে নেই।শহরের পরিকাঠমো হীন পৌর বাজারকে উন্নতমানের একটি দৈনিক বাজার নির্মাণের কাজও শহরের প্রাণকেন্দ্রে শুরু করে দিয়েছে।কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে যে পৌরসভার পুরানো পরিকাঠামোহীন একটি বাস স্ট্যান্ড ছিল সেই বাসস্ট্যান্ডের খোল    নালচে পাল্টিয়ে বর্তমানে একটি উন্নত অত্যাধুনিক মানের বাস স্ট্যান্ড নির্মাণের কাজ দ্রত গতিতে চলছে।কালিয়াগঞ্জ পৌর বাসীকে হয়তোবা পূজার আগেই এই  সুন্দর বাসস্ট্যান্ডটি উপহার দিতে পারবেন বলে চেয়ারম্যান কার্তিক পাল জানান। চেয়ারম্যান কার্তিক পাল শহরের পৌর নাগরিকদের জানিয়েছেন কালিয়াগঞ্জ শহরের বিউটিফিকেশনের জন্য সাধারণ মানুষের পরামর্শ নিয়ে শহরের বিশেষ বিশেষ স্থানে মহাপুরুষদের মূর্তি স্থ্যাপন করবেন খুব শীঘ্রই।বলা যেতেই পারে কালিয়াগঞ্জ পৌর শহরের উন্নয়নে চেয়ারম্যান  মানুষদের যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মাত্র এক বছরের মধ্যে সমস্ত কাজ শুরু করে দিয়ে এক নজির  সৃষ্টি করায় শহরের মানুষদের হৃদয়ে যে স্থায়ীভাবে স্থান করে ইতিমধ্যেই নিয়েছেন তা  বলার অপেক্ষা রাখেনা।আমরাতো এমন ধরনের জনপ্রতিনিধিই চাই,যে জনপ্রতিনিধি মানুষের জন্য কাজ করবে,মানুষের দুঃখে তার পাশে দাঁড়াবে,মানুষের কথা তাকে সবসময় ভাবাবে।পৌরপতি  রাজনীতির উর্ধে উঠে কালিয়াগঞ্জ পৌর শহরের উন্নয়নে যে ভাবে কাজ করে যাচ্ছে তা এক কথায় অভূতপূর্ব।  কালিযাগঞ্জের  এই ধরনের কাজ পাগল পৌর পতির মত আরও পৌরপতি আমাদের দেশের কাজে উঠে আসুক।  চেয়ারম্যান কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ পৌর শহরের সর্বত্র একসাথে যেসব কাজ চলছে তার মোট ব্যায়ের পরিমান এই মুহূর্তে  দাঁড়াবে  ৬০কোটি টাকার উর্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *