লরি ও সাইকেল আরোহীর সংঘর্ষ মৃত এক ও আহত এক
1 min read
তন্ময় দাস, উত্তর দিনাজপুর :বাড়ি থকে সাইকেল নিয়ে গিয়েছিলন রেশন দোকানে ভেবেছিলেন রাতে রাড়ির সবাই মিলে আদ্দা দিবেন কেরোসিন এর বাতি জ্বালিয়ে কিন্তু তা আর হল না । বাড়ি ফিরলেন নিথর দেহ নিয়ে। ইটারে রেশন দোকান থকে বাড়ি ফেরার পথ ৩৪নং জাতীয় সড়কে প্রান হারালেন এক ব্যক্তি ওও আহত এক ব্যক্তি। বিকাল ৬ নাগাদ ঘটনাটি ইটাহার থানার শ্রীপুর পাগলী মোর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ঘটে । জানা যায় এদিন কাচালু রাজবংশী (৩০) ও চন্দন দেবশর্মা (২৮) ওই এলাকায় স্থানীয় রেশন দোকান থেকে বস্থ্যা বোঝাই খাদ্য সামগ্রী সাইকেল এ নিয়ে বাড়ি যাবার পথে একটি দশ চাকা লড়ি চাপা পড়ে য়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় কাচালু রাজবংশীর। অপরজন গাড়িতে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে। আহত আবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা চন্দন দেবশর্মাকে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে য়ায়।
স্থানীয় সুত্রে জানা যায় দশ চাকা লড়িটি নিজেস্ব রুটে না গিয়ে ভূল রুট দিয়ে য়াচ্ছিল তার ফলে জন্য দূর্ঘটনা ঘটেছে । বিক্ষোভে ফেঁটে পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ প্রায় ২:৩০ মিনিট ধরে ৩৪ নম্বর জাতীয় সড়ক যান চলাচল অবরুদ্ধ হয়ে পরে ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যায় ইটাহার থানার ওসি এনটি ভূটিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা পুলিশ দেখে আরো ক্ষোভে ফেটে পরে পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে য়ান চলাচল শুরু করে