উত্তরদিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুদর্শনপুর উচ্চ বিদ্যালয়ে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে ও রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিক প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় শ্রদ্ধা ও ভক্তির মধ্য দিয়ে পালিত হল নজরুল জন্মজয়ন্তী।
জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিক প্রসাদ উচ্চ বিদ্যালয়ে নজরুল জন্মজয়ন্তী। |
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা একটি মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত,ইটাহার মেঘনাদ সাহা কলেজের অধ্যাপক সুকুমার বাড়ুই ও পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ দপ্তরের রেজিষ্টার সুদর্শন ব্রহ্ম চারী সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
ইসলামপুর মহকুমা তথ্য ও সাংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয় |
এইদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা তথ্য ও সাংস্কৃতি দপ্তরের উদ্যোগেও অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয় বলে জানা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এম ডি সি অভিজিৎ সাহা,ইসলামপুর স্টেট ফার্ম কলোনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উদয় দাস।অনুষ্ঠানে বিভিন্ন সংষ্কৃতি সংস্থার পক্ষ থেকে সংগীত পরিবেশন করে যথাক্রমে নুপুর,রাগ ও রূপ,ছায়ানট সংস্থার শিল্পীরা ছাড়াও বেশ কিছু স্থানীয় সংগীত শিল্পীগন।
buy cialis online using paypal Keywords tadalafil, Cialis, PDE5 inhibitors, phosphodiesterase type 5, erectile dysfunction, penile erection
priligy over the counter Tadalafil has linear pharmacokinetics over the dose range of 2
cialis online Following dosing, the mean reduction in supine systolic diastolic blood pressure due to tadalafil 10 mg in subjects taking enalapril was 4 1 mm Hg, compared to placebo
Send your prescription to us, and we ll take care of the rest purchasing cialis online 5 mg Oral Angita Pharma Inc
E-man says as he pulls the trigger, Or at least to really start liking N Sync. is clomiphene the same as clomid please reach out.
doxycycline with alcohol There have been reports of serious thrombotic events in women using Depo- Provera CI 150 mg.