January 11, 2025

কালিম্পঙে মুখ্যমন্ত্রীর ডিউটি শেষ করে ফেরার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনা

1 min read

বিনোদ রুনটা : উত্তর  দিনাজপুর--মুখ্যমন্ত্রীর ডিউটি
শেষ করে কালিমপঙ থেকে ফেরার পথে পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।দুর্ঘটনাটি
ঘটে চারমাইল নামক একটি স্থানে।মোট৩৬জন আহত হয়।আহতদের মধ্যে ২২জনকে কালিমপঙ
হাসপাতালে এবং ৮জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় বলে জানা যায়।

ডিউটি
ফেরত এই পুলিশের গাড়িতে উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকজন পুলিশ আছে বলে খবর পাওয়া
গেছে।এই ঘটনায় উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শ্যাম সিংহ ঘটনাস্থলে একটি
পুলিশের টিম পাঠিয়ে দিয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *