January 11, 2025

পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার পুরাতন মালদা থানার নোলডুবি এলাকায়

1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা, পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার পুরাতন মালদা থানার নোলডুবি এলাকায় । জানা গেছে মৃত শিশুর নাম মনোজ সিংহ (৮) । বাড়ি পুরাতন মালদা থানার রেল গেট সংলগ্ন এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় অমিত সিংহের ছেলে মনোজ আজ সকালে আম কুড়োতে গিয়েছিল পার্শবর্তী একটি আম বাগানে । আম কুড়িয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল মনোজ । সেই সময়ই নোলডুবি এলাকায় মালদা থেকে গাজল গামী একটি কয়লা বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । গাড়িতে থাকা কয়লায় চাপা পড়ে যায় তৃতীয় শ্রেণীর ওই ছাত্র । তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মনোজকে । স্থানীয় সূত্রে আরও জানা যায় প্রতিদিনই বেআইনী ভাবে কয়লা বোঝায় ট্রাক চলাচল করে ৩৪ নম্বর জাতীয় সড়কে । আর এই ট্রাক গুলি পুলিশ এবং কয়লা মাফিয়াদের তোলা না দেওয়ার জন্য বেপরোয়া ভাবে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে । আর এই বেপরোয়া ভাবে গাড়ি চালানোয় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা । প্রাণ হারাচ্ছে পথ চলতি মানুষ । ঘটনায় তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *