দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি বাস চালু হলো
1 min read
জেলার প্রান্তিক ব্লক হরিরামপুরের যোগাযোগ ব্যবস্থা আজও বেহাল। দীর্ঘ বাম জামানা ও তাঁর পর পরিবর্তনের সরকারের আমলে খুব একটা যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন ঘটেনি হরিরামপুর ব্লকের আজও অবহেলা ও বঞ্চনার শিকার যোগাযোগ ব্যবস্থায়। ৩৪ বছরের বাম আমলে পরিবহন দপ্তরের রাষ্ট মন্ত্রী নারায়ন বিশ্বাস একটি মাত্র সরকারি বাসের ব্যবস্থা করেছিলেন সকাল ৫ টায় বুনিয়াদপুর থেকে ছেড়ে হরিরামপুর হয়ে কলকাতা যাওয়ার। সেই বাস কলকাতা থেকে ফেরার সময় আর হরিরামপুর প্রবেশ করতো না সেই নিয়ে তীব্র ক্ষোভ ছিল হরিরামপুর মানুষের মনে। সেই কলকাতা যাবার বাস কিছু দিন ঠিকঠাক যাত্রী পরিবহন করার পর থেকে অনিয়মিত আস্তে থাকে শেষে বাসটি বন্ধ হয়ে যায়। পরিবর্তনের সরকার ক্ষমতায় আসে হরিরামপুর বিধানসভার তৃণমূল সরকারের বিধায়ক বিপ্লব মিত্র পুনঃরায় হরিরামপুর হইতে কলকাতা যাবার বাসটি চলার ব্যবস্থা করেন। এছাড়াও বিপ্লব বাবু বিধায়ক থাকা কালীন অবস্থায় হরিরামপুর থেকে বহরমপুর পর্যন্ত একটি সরকারি বাস চলার ব্যবস্থা করেন কিন্তু সেই বাস বেশি দিন স্থায়ী হয়নি। বিধানসভা নির্বাচনে পালাবদলে হরিরামপুর বিধানসভা আসন থেকে তৃণমূলের বিধায়কে হারতে হয়।তারপর থেকে হরিরামপুরের শিকেয় আর নতুন ভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেনি। বিধায়ক থাকাকালীন অবস্থায় বিপ্লব মিত্র হরিরামপুরের জন্য জেলার মধ্যে সবচেয়ে বড়ো বাস স্ট্যান্ড তৈরী করেছিলেন। কিন্তু তাতে করে আখেরে কোনো লাভ পেলোনা হরিরামপুরের মানুষ সেই রাস্তা থেকেই যাত্রী পরিবহন জারি রেখেছে কতিপয় ট্রেড ইউনিয়ন সংস্থা নতুন করে সরকারি পরিবহনের ব্যবস্থা নেই। এখনো বহু সংখক বাস ও ছোট গাড়ি স্ট্যান্ড ব্যবহার না করে রাস্তায় যাত্রী পরিবহন করে। পঞ্চায়েত ভোটের বেশ কয়েক মাস আগে থেকে হরিরামপুর মানুষের জন্য একটি সরকারি বাসের ব্যবস্থা করে জেলা প্রশাসন চাঁচল থেকে বালুরঘাট ভায়া হরিরামপুর। পঞ্চায়েত ভোট প্রচারে হরিরামপুর ব্লকে এসে প্রাক্তন বিধায়ক জানান তার দল যদি হরিরামপুর পঞ্চায়েত সমিতি দখল করে তবে পুনঃরায় হরিরামপুর ব্লকের উন্নয়ন শুরু হবে যেগুলো তিনি বিধায়ক হিসেবে করে যেতে পারেননি। সেই কথা মতো আবার হরিরামপুর মানুষের যোগাযোগের কথা মাথায় রেখে হরিরামপুর থেকে মাথাভাঙ্গা নতুন সরকারি বাস আজ থেকে পথচলা শুরু করলো। একই ভাবে থেকে হরিরামপুর সরকারি বাস চলাচল করবে সকাল ৬টা থেকে প্রতিদিন। আজ সকালে হরিরামপুর বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসের সুচনা করেন বিশিষ্ট ক্রিরাবিদ নরেন সরকার ও তৃণমূল নেতা মনজিত দাস শুরু দিন থেকেই প্রচুর যাত্রী নিয়ে সরকারি বাসটি যাত্রা করে। এই বিষয় ব্যবসায়ী শংকর দাস জানান আজ নতুন ভাবে একটি সরকারি বাস পাওয়া তাঁরা খুব খুশি। হরিরামপুর মানুষের দাবি হরিরামপুর থেকে মালদা ও হরিরামপুর থেকে রায়গঞ্জ সরকারি বাসের। হরিরামপুর বহু মানুষ ব্যবসা ও চিকিৎসার জন্য কলকাতা যাত্রা করে এলাকাবাসীর দাবি রাত্রিবেলা একটি সরকারি বাস যেন হরিরামপুর থেকে কলকাতা যাত্রা করে। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় আজও হরিরামপুর ব্লকের সার্বিক মান উন্নয়ন ঘটেনি । বার বার একইভাবে যোগাযোগ ব্যবস্থার বঞ্চনার শিকার হচ্ছে এখন দেখার কতদিনে এই সমস্যার সমাধান হয়। তৃণমূল নেতা মনজিত দাস জানান আগামী দিনে বিপ্লব মিত্রের হাত ধরে হরিরামপুর ব্লকের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে প্রচুর স রকারি বাস এই রুটে চলবে।আজ থেকে বিপ্লব মিত্রের অনুপ্রেরণায়।