January 11, 2025

তেরে মেরে বিচ মে কেসা হে্য ইয়ে বন্ধন আঞ্জান মুরগীর মাংস খাওয়াকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীর মধ্যে গন্ডোগোল

1 min read
অনুপ জয়সোয়াল:- মুরগীর
মাংস খাওয়াকে কেন্দ্র করে স্বামী
স্ত্রীর মধ্যে গন্ডোগোল এর
জেরে বিষ খেয়ে আত্মহত্যা
করার চেষ্টা স্ত্রী করলে,
এবার বিষ খেয়ে আত্ম
হত্যা করলো স্বামী
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর
জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধিন
সীমান্ত বর্তী গ্রাম বকদুয়ার  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য
ছড়ায় গ্রামে বর্তমানে
স্ত্রী লতিকা রায় ( ২২)  মৃত্যুর
সাথে পাঞ্চা কালিয়াগঞ্জ স্টেট
জেনারেল হাসপাতালে লড়লেও  স্বামী উদয়
রায় (২৪)এর   
মৃত স্বামীর নাম উদয় রায়
(
২৪) তার দেহ পড়ে
থাকতে দেখতে পায় গ্রামের
মানুষ বাড়ি থেকে দুই
কিলোমিটার দূরে একটি আম
বাগানের মধ্যে মৃত
উদয় দিল্লীতে শ্রমীকের কাজ করতো গত
এক মাস আগে সে
বাড়ি ফিরে এসেছিল
তাদের দুটি পুত্র সন্তান
রয়েছে ঘটনার
সুত্র পাত সোমবার ধনককৈইল
হাটে মৃত উদয়  রায় তার
কমল রায় গিয়েছিল ধান
বিক্রি করতে হাটে


সেই সময় লতিকা তার
স্বামীকে বলেছিল হাটি থেকে
ব্লাউজ কিনে নিয়ে আসে কিন্তু
উদয় হাট থেকে ব্লাউজ
না নিয়ে মুরগীর মাংস
কিনে নিয়ে আসে
এই নিয়ে স্বামী
স্ত্রীর মধ্য পূনরায় গন্ডোগল
লাগে স্ত্রী
লতিকা মাংস বানাতে অস্বিকার
করে পড়ে
উদয়ের মা সেই মাংস
রান্না করে সেই
মাংস থেকে উদয়ের বাবা
কমল রায়কে মাংস খাবার
জন্য দেয় তার মা কেন
লতিকার শ্বশুর কমল রায়কে
দেওয়া হল তা নিয়ে
আবার তাদের মধ্যে গন্ডোগল
বাধে রাগের
জেরে দোকান থেকে বিষ
এনে তা খেয়ে আত্ম
হত্যার চেষ্টা করে লতিকা
রায় তাকে
গুরুত্বর আহত অবস্থায় লতিকা
কে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে
ভর্তি করা হয় রাতেই এরপরে
স্বমী উদয় রায় তার
স্ত্রীর বিষ নিয়ে বাড়ি
থেকে বেড়িয়ে যায়
অধিক রাত পর্যন্ত খোজাখোজি
করা হলেও উদয়কে খুজে
পাওয়া যায় নি  প্রথম
দিকে সন্দেহ করা হয়
রাতের দিল্লী গামী ট্রেন
ধরে দিল্লী চললে গেছে মঙ্গলবার
সকালে নাগাদ বৃষ্টি
শুরু হয় বৃষ্টি থামার
পড় আম বাগানে আম
কুড়াতে গেলে গ্রামের লোকেদের
নজরে আসে প্রথমে উদয়ের
মৃতদেহ বিষয়টি
জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য
ছড়ায় খবর দেওয়া হয়
কালিয়াগঞ্জ থানার পুলিশকে
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য
জেলা হাসপাতালের মর্গে পাঠায়
পুলিশ ঘটনার তদন্তে নেমেছেশুধু
মাত্র মুরগীর মাংসকে কেন্দ্র
করে এমন ঘটনা ঘটলো
স্বামী স্ত্রীর মধ্য
তা কোন ভাবেই মেনে
নিতে পারছে না দুই
পরিবারের লোক সহ গ্রামের
মানুষ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *