হাওড়ার সালকিয়াতে অনুর্ধ ১৮-বছর বয়সী ২৩ তম জুনিয়র ভলিবল প্রতিযোগীতায় উত্তর দিনাজপুর জেলার-অংশগ্রহণ
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–হাওড়ার সালকিয়াতে অনুধ ১৮ ভলিবল প্রতিযোগিতায় ২৩তম রাজ্য জুনিয়র ভলিবলে খেলতে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলা থেকে পুরুষ ও মহিলা ভলিবল খেলোয়াড়েরা। উত্তর দিনাজপুর ভলিবল এসোসিয়েশনের জেলা সম্পাদক অরূপ ঘোষ মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন আগামী ৬ই জুন উত্তর দিনাজপুর জেলার দুটি টিমের খেলোয়াড় সহ মোট ৩০জন শ্যামল ঘোষের নেতৃত্বে হাওড়ার উদ্দেশ্যে রাধিকাপুর–কলকাতা এক্সপ্রেসে রওনা দিচ্ছে বলে জানান। খেলা শুরু হবে ৭ই জুন।শেষ হবে১০ই জুন। অরূপ বাবু জানান মোট ৩০জনের ভলিবল টিমকে গত ২৫শে মে থেকে রায়গঞ্জের দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের মাঠে কোচ দিয়ে আসছে ভলিবলের জেলা কোচ মুকুল রায়। উত্তর দিনাজপুর জেলার ভলিবল এসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষবলেন তিনি আশাবাদী তাদের উত্তর দিনাজপুর জেলার ভলিবল টিম সাফল্য নিয়েই জে
লায় ফিরবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});