নদী ভাঙ্গনে আতস্কিত উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের রাধিকাপুরের বহু গ্রাম
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবতীঃ-
মুশিরদাবাদ ই নয় এবার নদী ভাঙ্গনে আতস্কিত উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের রাধিকাপুরের
বহু গ্রাম।ভাঙ্গনের কবলে পড়ে আগামীতে দূঃস্বপনের দিন গুনচ্ছেন এলাকার বাসিন্দারা।বর্ষা
শুরু হতে উত্তর দিনাজপুর জেলার প্রতিবছরের মতো এবারো ভাঙ্গন শুরু হয়েছে উত্তর দিনাজপুর
জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুরে।এখানে টাঙ্গন নদী গর্ভে চলে যাবে সেটা নিসন্দেহে
বলা যেতেই পারে।
মুশিরদাবাদ ই নয় এবার নদী ভাঙ্গনে আতস্কিত উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের রাধিকাপুরের
বহু গ্রাম।ভাঙ্গনের কবলে পড়ে আগামীতে দূঃস্বপনের দিন গুনচ্ছেন এলাকার বাসিন্দারা।বর্ষা
শুরু হতে উত্তর দিনাজপুর জেলার প্রতিবছরের মতো এবারো ভাঙ্গন শুরু হয়েছে উত্তর দিনাজপুর
জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুরে।এখানে টাঙ্গন নদী গর্ভে চলে যাবে সেটা নিসন্দেহে
বলা যেতেই পারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভারত বাংলাদেশের সীমান্তবর্তি এই রাধিকাপুরের পাশ্ববর্তিগোটাগ্রাম,মির্জাগর,চকদোয়ার,বাগচা,শ্রীকৃষনপুর সহ
বহু গ্রামে রয়েছে যে গ্রামেরবাসিন্দাদের রুটি রুজি যেখানে কৃষির উপর নির্ভর করে চলে
সেখানে এই ভাঙ্গন আগামীদিনে যদি আরো ভয়াবহ আকার ধারন করে তাহলে গ্রামের বহু মানুষের
কৃষি জমি ও নদী বক্ষে চলে যাবে।
বহু গ্রামে রয়েছে যে গ্রামেরবাসিন্দাদের রুটি রুজি যেখানে কৃষির উপর নির্ভর করে চলে
সেখানে এই ভাঙ্গন আগামীদিনে যদি আরো ভয়াবহ আকার ধারন করে তাহলে গ্রামের বহু মানুষের
কৃষি জমি ও নদী বক্ষে চলে যাবে।
শুধু তাই নয় এর ফলে বহু গ্রাম ও বিলিন হয়ে যেতে পারে।গ্রাম বাসীরা
জানান নদী যেখানে ছিল আজ ওনেক এগিয়ে এসেছে।একের
পর এক পার ভাংতে ভাংতে।এখন নদী তার গতীপথ অনেকটাই বদলে ফেলেছে।গ্রামবাসীরা জানান,তারা
এখন খুব ই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
জানান নদী যেখানে ছিল আজ ওনেক এগিয়ে এসেছে।একের
পর এক পার ভাংতে ভাংতে।এখন নদী তার গতীপথ অনেকটাই বদলে ফেলেছে।গ্রামবাসীরা জানান,তারা
এখন খুব ই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা যায় রাধিকাপুর এর প্রায় ২০ থেকে ২৫ টি
গ্রাম টাঙ্গন নদীর ভাঙ্গনে পড়লেও আজ অবধি ভাঙ্গন
প্রতিরোধে কোন ব্যাবস্থায় নেয় নি প্রশাসন। প্রতিবছর তাই বর্ষা আসতেই এই ভাঙ্গনের ফলে
খুব ই আতঙ্কের মধ্যে তাদের থাকতে হয়।প্রতিটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্নের রাত।গ্রামবাসীরা
জানান এভাবে যদি নদী ভাঙ্গনের ফলে তাদের জমি জমা ঘড়বাড়ি চলে যায় নদীর গর্ভে তাহলে তারা
কি নিয়ে বেচে থাকবে।
গ্রাম টাঙ্গন নদীর ভাঙ্গনে পড়লেও আজ অবধি ভাঙ্গন
প্রতিরোধে কোন ব্যাবস্থায় নেয় নি প্রশাসন। প্রতিবছর তাই বর্ষা আসতেই এই ভাঙ্গনের ফলে
খুব ই আতঙ্কের মধ্যে তাদের থাকতে হয়।প্রতিটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্নের রাত।গ্রামবাসীরা
জানান এভাবে যদি নদী ভাঙ্গনের ফলে তাদের জমি জমা ঘড়বাড়ি চলে যায় নদীর গর্ভে তাহলে তারা
কি নিয়ে বেচে থাকবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামবাসীরা জানান,নদী আগে যেখানে ছিল আজ সেখানে থেকে অনেকদূর তার
গতিপথ বদলে দ্রুত গতিতে ভাংতে ভাংতে এগিয়ে এসেছে।রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত এর প্রধান জানান,তারা এব্যাপারে
জেলা প্রশাসন কে জানিয়েছেন।অবিলম্বে প্রশাসনের উচিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তি গ্রামের
মানুষদের কথা চিন্তা করে ভাঙ্গন প্রতিরোধে ব্যাবস্থা নেওয়া ।
গতিপথ বদলে দ্রুত গতিতে ভাংতে ভাংতে এগিয়ে এসেছে।রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত এর প্রধান জানান,তারা এব্যাপারে
জেলা প্রশাসন কে জানিয়েছেন।অবিলম্বে প্রশাসনের উচিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তি গ্রামের
মানুষদের কথা চিন্তা করে ভাঙ্গন প্রতিরোধে ব্যাবস্থা নেওয়া ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});