রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে সেফ ড্রাইভ সেফ লাইফ থিম পার্কের উদ্বোধন
1 min read
তপন চক্রবর্তী– উত্তর দিনাজপুর -মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এ রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের মধ্যে প্রথম সেফ ড্রাইভ সেফ লাইফ থিম পার্কের উদ্বোধন করেন। মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন এই পার্কটি উদ্বোধন করা হল ঠিকই কিন্তু এর রক্ষণাবেক্ষণ করবার দায়িত্ব হেমতাবাদের মানুষের।পার্ক উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানী এ,উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শ্যাম সিংসহ জেলারও বিশিষ্ অধিকারীকগন। এই প্রকলের মোট ব্যয় হয় ২৩,৬২,৩০০টাকা। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে প্রকল্পটি রূপায়িত হয়। উদ্যানটির নামকরণ করা হয় ট্রাফিক সচেতনতা উদ্যান।