অকালেই চলে গেলেন সাংবাদিক মানস দলপতি
1 min read
অকালেই চলে গেলেন সাংবাদিক মানস দলপতি(৩৫)। হাওড়া জেলার প্রতিনিধি হিসেবে বৈদ্যুতিন মাধ্যম ও পোর্টালে সাংবাদিকতা করতেন তিনি। রবিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন মানস। প্রায় সঙ্গে সঙ্গেই তাকে আনা হয় বেলুড় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। তরুণ তরতাজা একজন সাংবাদিকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সংবাদ কর্মীরা। হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের তরফ থেকে সাংবাদিকের পরিবারবর্গকে গভীর সমবেদনা জানানো হয়েছে।আর থেকে গেলেন ওর বৃদ্ধা মা আর চার
মাসের সন্তানসম্ভবা স্ত্রী।