তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে
1 min read
কমল কুমার বিশ্বাস পাতিরাম,১০ জুন : প্রথম দুই স্ত্রীকে নির্যাতন করে আগেই বাড়ি থেকে তাড়িয়েছিল। কিছুদিন পর ফের নতুন করে সংসার পাতে। এবার তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। শুধু কী তাই, স্ত্রীর মৃত্যু যাতে পথদুর্ঘটনায় হয়েছে বলে মনে হয় সেই চেষ্টায় কোনও খামতি রাখেনি অভিযুক্ত। এমন অভিযোগই উঠছে। যদিও স্থানীয়দের সন্দেহ হচ্ছে বুঝতে পেরে সুযোগমতো গা ঢাকা দেয় অভিযুক্ত দিবাকর ঘোষ। খোঁজ নেই পরিবারের অন্য সদস্যদেরও। মৃতের নামে অনন্যা রায় (ঘোষ)।
বয়স আনুমানিক ৩২। বালুরঘাট থানার পতিরাম নিচাবন্দর এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পতিরাম ফাঁড়ির পুলিশ। তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মৃতের মেয়ে কোথায় রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।ঘটনার সূত্রপাত গতরাতে। দিবাকরের বাড়ি থেকে এক মহিলার চিৎকার শুনতে পান স্থানীয়রা। যদিও দিবাকরের সঙ্গে কারও সখ্যতা না থাকায় কেউ আর এগিয়ে এসে বিষয়টি দেখেননি। খারাপ কিছুর সন্দেহও করেননি। এরপর আজ
সকালে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় অনন্যাকে দেখতে পান স্থানীয়রা। কী হয়েছে দিবাকরের কাছে জানতে চান তাঁরা। অভিযুক্ত তাঁদের জানান, চারচাকা গাড়িটি বের করার সময় অসতর্কতাবশত স্ত্রী চাপা পড়ে গেছেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালেই মৃত্যু হয় অনন্যার।
সকালে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় অনন্যাকে দেখতে পান স্থানীয়রা। কী হয়েছে দিবাকরের কাছে জানতে চান তাঁরা। অভিযুক্ত তাঁদের জানান, চারচাকা গাড়িটি বের করার সময় অসতর্কতাবশত স্ত্রী চাপা পড়ে গেছেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালেই মৃত্যু হয় অনন্যার।