January 12, 2025

বিশ্বকাপ ফুটবল ফিভার এ আক্রান্ত পুরো পৃথিবীর পাশাপাশি বাদ নেই দক্ষিণ দিনাজপুর জেলা

1 min read
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)13ই জুন;- বিশ্বকাপ ফুটবল ফিভার এ আক্রান্ত  পুরো পৃথিবীর পাশাপাশি বাদ নেই দক্ষিণ দিনাজপুর জেলা l মূলত গ্রাম্য প্রতিভার অন্বেষণের লক্ষ্যেই আস্ত একটি মহিলা ফুটবল টিম তৈরী করে ফেললো দক্ষিণ দিনাজপুরের অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতন l সমাজের বিভিন্ন সামাজিক কাজ কর্মের মাধ্যমে ইতিমধ্যেই পুরো জেলায় নিজের স্বকীয়তা তৈরী করেফেলেছে এই বিদ্যালয়টি l 
পড়াশোনার পাশাপাশি নাটক ,পরিবেশ সচেতনতা ,ওয়াটার বডি সংরক্ষণ,জেলার গুরুত্বপূর্ণ আত্রেয়ী নদীর নাব্যতা ফিরিয়ে আনার গণ আন্দোলন সকল ক্ষেত্রেই নিজস্ব অস্তিত্বের জানান দিয়েছে এই বিদ্যালয়টি l আগামীকাল থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে ,তাই এই আবেগঘন আবহে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে শুরু হলো ফুটবল চর্চার এক নতুন দিক l কোচিং এর দায়িত্বে  থাকছেন ওই বিদ্যালয়েরই শিক্ষক,পরিবেশবিদ ও সমাজ সেবী শ্রী তুহিন শুভ্র মন্ডল l
 এপ্রসঙ্গে তিনি জানান গ্রামের বিদ্যালয় গুলিতে প্রচুর প্রতিভা থাকলেও তারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভার প্রতিফলন দেখানোর সুযোগ পায়না l তাই সেই সমস্ত বিরল প্রতিভার অন্বেষণের লক্ষ্যেই আমাদের বিদ্যালয়ের এই প্রয়াস l ওই বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি নন্দিতা রায় জানান –  এইরকম এক উদ্যোগে আমরা সবাই ভীষণ খুশি ,সকলে সমবেত ভাবে মেয়েদের সুপ্ত প্রতিভাকে টেনে বের করার চেষ্টায় ব্রতী হয়েছি আমরা ,ছাত্রীরাও ভীষণ খুশি,আশা রাখছি আগামী বছর আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এই জেলার প্রতিনিধিত্ব করে জেলাবাসীকে তাক লাগিয়ে দেবে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *