January 12, 2025

ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশুকে খুজে পেল পরিবারের লোকেরা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহরে

1 min read

অনুপ  জয়সোয়াল ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশুকে খুজে পেল পরিবারের লোকেরা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহরে সুকান্ত মোড় এলাকায় পুলিশ সুত্রে যানাজায় মঙ্গলবার রাতে শহরের সুকান্ত মোড় এলাকায় একটি নাবালক  
শিশুকে ঘুড়ে বেড়াতে দেখে কর্মরত ট্রাফিক দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারারে শিশুটিকে দেখে 
তাদের সন্দেহ হলে তাকে জিঙ্গ্যাসা বাদ করে জানতে পারে তার নাম সূর্য হজরা [১০] বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার বংশিহাড়ি থানার শিবপুর এলাকায় সে ভুল করে বাসে উঠে চলে এসেছে সিভিক ভলেন্টিয়ারেররা বিষয়টি তাদের ট্রাফিক অফিসার প্রতাপ মিশ্রকে জানান 

ট্রাফিক অফিসার শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে কর্মরত সিভিক ভলেন্টিয়ারেরা খুদার্থ শিশুটির জন্য খাবারের ব্যবস্থা করে কর্মরত সিভিক ভলেন্টিয়ার শিশুটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন সেই ছবি দক্ষিন দিনাজপুর জেলার বংশিহাড়ি এলাকার কেউ দেখতে পেলে শিশুটিকে চিনতে পারে তার পরিবারের লোকেদের জানায় পরিবারের লোকেরা বংশিহাড়ি থানার সাথে যোগাযোগ করে থানার মারফত কালিয়াগঞ্জ থানার সাথে যোগাযোগ করে রাত ১১টা নাগাদ শিশুটি যথাযগ্য প্রমান নিয়ে এসে পরিবারের লোকেরা কালিয়াগঞ্জ থানা থেকে শিশুটিকে নিয়ে যায় সিভিক ভলেন্টিয়ারের এই অভিনব তৎপরতায় খুশি তাদের এই কাজের জন্য তাদের অভিনন্দনন জানিয়েছে সাধারন মানুষশিশুটির দাদু পনছু হাজরা শিশুটি জানান ,তার নাতির  একটি মানষিক ভারসাম্য রয়েছে।সে এর আগেও বাড়ি থেকে হারিয়ে গেছে। পুলিশের তৎপরতায় তার নাতিকে খুজে পেয়েছে। গত কাল সকালে বাড়ি থেকে বেড়িয়ে যায়।অনেক খোজাখোজি করেও পাওয়া যায়নি বিষয়টি থানায় জানানো হ্য। রাতে তার কাছে তার পাড়ার একজন এসে বলে তার নাতি কালিয়াগঞ্জে আছে ফেসবুকে ছিবি দিয়েছে সিভিক ভলেন্টিয়ার। তারা বংশিহাড়ি থানার সাথে যোগাযোগ করে সেখান থেকেই তারা কালিয়াগঞ্জ থানার সাথে যোগাযোগ করে দেয়।তারা তদের নাতিকে পেয়ে খুশি   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *