রায়গঞ্জ জেলা সংগ্রহালয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় দেশ নায়কের ১২৮ তম জন্মজয়ন্তী পালিত হল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২৩ জানুয়ারি: বৃহস্পতিবার রায়গঞ্জে জেলা সংগ্রাহালয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পূর্ণ মর্যাদায় পালিত হল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮ তম জন্মবার্ষিকী। উপস্থিত ছিলেন মাননীয় জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা , মহকুমা শাসক,কিংশুক মাইতি রায়গঞ্জ, জেলা যুব আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ ও আধিকারিকগণ। এদিন প্রথাগত শিল্পী, লোকশিল্পী ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশেষভাবে সক্ষম শিশুরা, হোমের আবাসিকবৃন্দ এবং সরকারি স্কুলের ছাত্র-ছাত্রী ।
জেলাশাসক এদিন মিউজিয়ামে নেতাজীর ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং এর মাধ্যমে আজ থেকে মিউজিয়ামের পঞ্চম গ্যালারিতে স্থিত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল। নেতাজীর আদর্শকে পাথেয় করে বিশেষভাবে সক্ষম শিশুরা তাদের পরিবেশনার মধ্য দিয়ে ‘আমরা করব জয় নিশ্চয়’ – এই বার্তা চমৎকারভাবে ফুটিয়ে তোলেন।একইসাথে ইসলামপুরে এদিন নেতাজীর জন্মদিবস উপলক্ষ্যে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পা মেলান পশ্চিমবঙ্গ সরকারের অচিরাচরিত বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী, মহকুমা শাসক মোহদয়া, ইলসামপুর, পৌরপিতা, ইসলামপুর, ইসলামপুর পুলিশ জেলার উপআরক্ষাধ্যক্ষ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা এবং রাজা রামমোহন চিলড্রেনস আকাদেমীর ব্যাণ্ড। অপরদিকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পৌরসভায় দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের 128 তম জন্মজয়ন্তী পালন করা হয়। দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রাম নিবাস সাহা। উপ পৌরপিতা ঈশ্বর রজক, কমিশনার রথীন্দ্রনাথ গুহ, পৌরসভার নির্বাহী আধিকার িক মদন মন্ডল সহ পৌরসভার অধিকাংশ কমিশনারগন।