প্রধানমন্ত্রী গ্রামীণ কর্মনিশ্চযতা প্রকল্পে হেমতাবাদ গ্রাম পঞায়েত মেম্বারের বিরুদ্ধে দুর্নীতি আভিয়োগ গ্রামবাসীদের
1 min read
তন্ময় দাস , উত্তর দিনাজপুর ঃ প্রধানমন্ত্রী গ্রামীণ কর্মনিশ্চযতা প্রকল্পের মাধ্যমে আজ গ্রামের বহু মানুষের দুঃখ দুর্দশা দূর হয়েছে জেলার উওর দিনাজপুর জেলাতে ।
প্রধানমন্ত্রী গ্রামীণ কর্মনিশ্চযতা প্রকল্পে হেমতাবাদের মহজমবড়ী গ্রাম পঞায়েত মেম্বারের কুমারেশ বর্মনের বিরুদ্ধে দুর্নীতি আভিয়োগ এ সরব হলেন গ্রামবাসীরা জানা য়ায় ভারত সরকারের প্রধানমন্ত্রী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের মাধ্যেমে সারা ভারতের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুরে হেমতাবাদ ব্লকে মহজমবড়ী গ্রাম পঞায়েত আসে কিন্তু সেই কাজে দুর্নীতি করছেন গ্রামের মেম্বার এমনি আভিয়োগ করছেন গ্রামের স্থানীয় বাসিন্ধা খগেন রায়উমেশ বর্মন বলেন প্রধানমন্ত্রী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের মহজমড়ি তে একটি ক্যনেল খনন করা হয়েছে কিন্তু কিছুটা খনন করা হয়েছে এখন জল জমে গিয়েছে গ্রামের মেম্বার কুমারেশ নিজের ক্ষমতা দেখিয়ে তবু কাজ করছে কিন্তু ক্যনেল এ জল জমে থাকায় মাটি কাটা সম্ভব নয় সরকারের টাকা নষ্ট করা হচ্ছে ।
এই এলাকার মানুষা রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এর তেমন কোন সুবিধাও পাননি তেমন ভাবে ১০০ দিনের কাজ থেকেও বঞ্চিত থাকার জন্য বহু মানুষকে রুটি রুজির তাগিদে গ্রামে ছেড়ে ভিন রাজ্যে কাজের সন্ধানে নিজেদের পরিবার পরিজন ছেড়ে দিয়ে।বছরের পড় বছর পরিবার পরিজন ছেড়ে তাদের ভিন রাজ্যে থাকতে হচ্ছেক্যানেলর কাজের সমস্য নিয়ে হেমতাবাদের বিডিও কে একটি আবেদন জানান গ্রাম বাসিরা গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা আশ্বাস দেন ব্লক উন্নয়ন আধিকারী।।