January 12, 2025

তিন বছরের সাজা মিথ্যা গল্প ফেঁদে মামলা করায়

1 min read

মহম্মদ শাকিল নামে এক ব্যক্তিকে তিন বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক  মিথ্যা গল্প ফেঁদে এক যুবককে ফৌজদারি মামলায় জড়ানোর অপরাধে । বুধবার শিয়ালদহের প্রথম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বলরাম হাজরা এই আ

দেশ দেন। আদালত অস্ত্র আইনে শাকিলকে দোষী সাব্যস্ত করে। সেই অস্ত্র আইনেও তার তিন বছরের কারাদণ্ড হয়। দু’টি সাজা একই সঙ্গে চলবে। সরকারি আইনজীবী মৃন্ময় মিত্র জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মহম্মদ শাকিল এন্টালি থানায় অভিযোগ করে, গোর্খা নামে এক যুবক তাঁর পায়ে গুলি করেছে। এরপর ওই গোর্খার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রুজু করে পুলিস। কিন্তু পুলিস তদন্তে নেমে জানতে পারে, শাকিলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিস জানতে পারে, গোর্খা ঘটনার দিন ওই এলাকাতেই ছিল না। এরপরই পুলিসের জেরায় ভেঙে পড়ে শাকিল। বলে, ব্যক্তিগত আক্রোশেই গোর্খাকে এই মামলায় জড়াতে চেয়েছিল সে। এরপরই শাকিলকে গ্রেপ্তার করা হয়। জেল হেফাজতে রেখে তার বিচার চলে। এদিন মিথ্যা অভিযোগ ও অস্ত্র আইনে আদালত তাকে সাজা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *