প্রেমের সাজা , প্রেমিককে বেধড়ক মারধর করে মাথা মুড়িয়ে গ্রাম ঘোরালো মাতব্বররা
1 min read
দেবজ্যোতি চট্টপাধ্যায় প্রেমের পথ যে ফুল বিছানো নয় তা জানতেন পেশায় ট্রেকার চালক কেশব মুখোপাধ্যায় । কিন্তু সেই প্রেমের জন্য তাঁর উপর রিতিমত পরিকল্পনা করে হামলা চালাবে গ্রামের মাতব্বররা এমনকি মারধর করে মাথা মুড়িয়ে ঘোরানো হবে গ্রাম সেটা কল্পনাতেও ভাবতে পারেননি বাঁকুড়ার মেজিয়া থানার পায়রাশোল গ্রামের প্রেমিক । যে ঘটনা ঘটল আজ । শুধু মাত্র সন্দেহের বশে মেজিয়া থানারই সরাকডিহি গ্রামে ঘন্টা কয়েক ধরে কেশবের উপর চলল নারকীয় অত্যাচার ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাঁকুড়ার মেজিয়া ব্লকের পায়রাশোল গ্রামের কেশব মুখোপাধ্যায়ের সঙ্গে বছর চারেক আগে ভালোবাসার সম্পর্কে বাঁধা পড়ে সরাকডিহি গ্রামের এক তরুণী । পেশায় ট্রেকার চালক কেশব দৈনিক সরাকডিহির উপর দিয়ে যাতায়াত করায় দুজনের মধ্যে দেখা সাক্ষাৎও হত মাঝে মধ্যে । বিষয়টি নজর এড়ায়নি সরাকডিহি গ্রামের মাতব্বরদের ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্প্রতি বছর খানেক আগে দুজনের বনিবনা না হওয়ায় সম্পর্কে ফাটল ধরে । ধীরে ধীরে দুজনের মধ্যে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় । সম্প্রতি প্রেমিকার গ্রামে রটে যায় কেশব ও তাঁর প্রেমিকার মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে । এরপরই গ্রামের লোক ক্ষেপে ওঠে । আজ দুপুরে ট্রেকারে যাত্রী চাপিয়ে পায়রাশোল থেকে মেজিয়া যাওয়ার পথে সরকাডিহি গ্রামে আচমকাই গ্রামবাসীরা কেশবের উপর হামলা চালায় বলে অভিযোগ । ট্রেকার থেকে নামিয়ে রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় । তাতেও গায়ের ঝাল মেটেনি সরকাডিহি গ্রামের মাতব্বরদের ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কেশবের মাথা মুড়িয়ে গোটা গ্রাম ঘোরানো হয় বলেও অভিযোগ । পরে খবর পেয়ে মেজিয়া থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় কেশবকে উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});