পাল তোলা নৌকায় কালিয়াগঞ্জ টাউন টিএমসি সংগঠন এবং পৌর উন্নয়ন………
1 min read
জয়ন্ত বোস, বর্তমানের কথাঅনেকদিন পর খবরের প্রতিবেদন করতে গিয়ে আবারও সেই বিখ্যাত গানের কলি মনে পড়লো ” দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ….” । সত্যি মাঝি আর দেরি করলো না। এমনিতেই অনেক অনেক দেরি হলেও শেষ পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য মাঝি হয়ে কালিয়াগঞ্জ শহরের তৃনমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বের ভার পালের হাতে তুলে দিলেন, কার্তিক পালের হাতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্তমানে পশ্চিম বঙ্গের শহরগুলি বলতে পৌর শহরগুলির মধ্যে রাজনৈতিক শিরোনামে কালিয়াগঞ্জ শহর খবরের শিরোনামে। কারণ প্রথমত এক তরুণ তুর্কি পৌরপতি কার্তিক পালের প্রচেষ্টায় এবং ইচ্ছা শক্তিতে দেশ স্বাধীনের পর কালিয়াগঞ্জ শহরের বিস্তীর্ণ নগর উন্নয়ন আর দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ শহর টিএমসি সংগঠনের মরচে ধরে যাওয়া সাংগঠনিক চেহারা। আজ উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব কালিয়াগঞ্জ টাউন টিএমসির মরচে ধরা সংগঠনকে ঘষে মেজে নতুন উদ্দ্যোগে নতুন ভাবে সকলকে নিয়ে পৌর উন্নয়নের মতো তৃনমূল কংগ্রেসের সাংগঠনিক শ্রীবৃদ্ধির লক্ষ্যে নৌকার পাল তুলে দিয়েছেন কার্তিক পালের হাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির আসন। পার্টি অফিসে বসে , গুলতানি মেরে, মিটিং না করে ওয়ার্ডে ওয়ার্ডে মনঃপুত মেরুদন্ডহীন মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন কতিপয়দের ওয়ার্ড সভাপতি করে কোনদিন যে সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটে না তা এতদিন টের পেয়ে গেল উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য। তাই আগামী দিনে যাতে নৌকা ডুবে না যায় তারজন্যেই তিনি নৌকার পাল তুলে দিয়েছেন কার্তিক পালের হাতে। কালিয়াগঞ্জ পৌর উন্নয়ন এক্সপ্রেস এর পাশাপাশি টিএমসি সাংগঠনিক সুপার ফাস্ট কিভাবে এগিয়ে চলে সকলের নজর সেইদিকে , তবে শহরের আনাচে কানাচে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ড্রাইভার কিন্তু তরুণ তুর্কি কার্তিক পাল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});