আবারো প্রতারণার শিকার এক দম্পতি
1 min read
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)25শে জুন :-আবারো প্রতারণার শিকার এক দম্পতি l ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে l প্রতারিত ব্যক্তির বক্তব্য অনুযায়ী- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হিলি মোড়ে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক নামে একটি ব্যাঙ্ক (যার IFSC CODE NO -UJVN0003507,MICR NO-733761102)থেকে কুমারগঞ্জ থানার চুড়ইলকৃষ্ণপুর গ্রামের এক দম্পতি 35000 টাকা ঋণ নেন গত 22 শে জুন l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান টাকা নগদে তোলা যাবে না ,ATM CARD এর মাধ্যমে তুলতে হবে l অশিক্ষিত দম্পতি জানান তারা লেখাপড়া তেমন জানেন না তাই তাদের নগদে টাকা দেয়া হোক l কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিজেদের বক্তব্যে অনড় থেকে তাদের একটি এটিএম কার্ড ধরিয়ে দেন l সেই এটিএম কার্ড নিয়ে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহীতা তৃপ্তি মোহন্ত ও তার স্বামী অসিত মোহন্ত বালুরঘাট থেকে কুমারগঞ্জে ফিরে আসেন l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরের দিন অর্থাৎ 23 শে জুন স্বামী স্ত্রী গোপালগঞ্জ ব্লক অফিস সংলগ্ন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টারে টাকা তুলতে যান l টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ ,তাদের একাউন্ট থেকে (একাউন্ট নং-3507110010005834;কাস্টোমার ld No-3507020632) 35000 টাকা গায়েব l অতপর তারা সংশ্লিষ্ট উজ্জীবন ব্যাঙ্ক এ ফোন করেন সমস্ত ঘটনা জানিয়ে l ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের জানান যে কোনো এক শপিং মল থেকে তাদের টাকার বাজার করা হয়েছে l স্থানীয় থানাতে অভিযোগ করারও পরামর্শ দেন l অতঃপর ওই দম্পতি আজ কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে থানা থেকে তাদের বালুরঘাট থানায় অভিযোগটি করার পরামর্শ দেন l এপ্রসঙ্গে কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঝা জানান ,যেহেতু প্লেস অফ অকারেন্স বালুরঘাট থানা এলাকায় তাই অভিযোগ সেখানেই জানানোর নিয়ম l প্রতারিত দম্পতি জানান আমাদের ভাতের চাল বাড়িতে নেই আর আমরা করবো শপিং মলে মার্কেটিং,শপিং মলের সি সি টিভি ফুটেজ দেখলেই তো বোঝা যাবে আমরা ওই টাকা খরচ করেছি না ব্যাঙ্কেরই কোনো লোক আমাদের প্রতারণা করলো l তারা আরো জানান তাদের ওই ঋণের টাকা তারা ফেরত না পেলে মৃত্যুই একমাত্র খোলা পথ l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});