December 10, 2024

প্রভাবশালী হবার কারনে প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাটের অভিযোগ, পুলিশের তৎপরতায় বন্ধ করা হল

1 min read

প্রভাবশালী হবার কারনে প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাটের অভিযোগ, পুলিশের তৎপরতায় বন্ধ করা হল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক সম্প্রতি পুকুর ও নদী ভরাট কাজের জন্য বিখ্যাত হয়ে দাঁড়িয়েছে। কালিয়াগঞ্জ ব্লকে ভোট মিটতেই পুকুর ও নদী ভরাটের মত কাজের অভিযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানা যায়। খবর নিয়ে জানা যায় বেশ কিছুদিন হল কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের বেলতলি এলাকার চামারকালী এলাকায় একটি বিশাল আকারের পুকুর ভরাটের কাজ চলার অভিযোগ কালিয়াগঞ্জ থানায় আসার সাথেসাথে থানার আই সি দেবব্রত মুখোপাধ্যায় কালিয়াগঞ্জ থানা থেকে পুলিশ পাঠিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে বলে জানা যায়। কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখোপাধ্যায় জানান অভিযোগ পাবার সাথে সাথে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দিয়ে উভয় পক্ষকেই কালিয়াগঞ্জ ব্লকের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুমন তামাং এর সাথে কথা বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

অভিযোগকারী পিংকি দে জানান বেলতলী এলাকায় চামার কালী গ্রামে সাত থেকে আট জনের প্রভাবশালী মালিকানায় একটি পুকুর দিনে দুপুরে ভরাট করলেও গ্রাম বাসীরা কোন এক অজ্ঞাত কারনে মুখ খুলতে পারেনা। গ্রাম বাসীদের বক্তব্য এই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কোন অভিযোগ করলে নিশ্চিত ভাবেই তাদের বিপদ ঘটার সম্ভাবনা প্রবল।তাই তারা দেখেও না দেখার ভান করে থাকে বাধ্য হয়ে।ধনকোল গ্রাম পঞ্চায়েত প্রধান ধৃতি রায় বর্মন বলেন তিনি বিষয়টি খতিয়ে দেখে অতি দ্রুত ব্যাবস্থা নেবেন বলে জানান।গ্রামবাসীদের বক্তব্য প্রকাশ্য স্থানে একটি বিশাল আকারের পুকুর ভরাট করছে অথচ প্রধান জানেনা এটা কোন ভাবেই হতে পারেনা।তাদের বক্তব্য প্রধান অবশ্যই এই অবৈধ কাজের একজন ভাগীদার বলেই গ্রাম বাসীরা মনে করেন।রায়গঞ্জের মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শিব প্রসাদ দাস বলেন অভিযোগ আমি পাইনি।অভিযোগ পেলে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।কালিয়াগঞ্জে লোকসভা ভোটের আগে পুকুর ও নদী ভরাটের বেশ কয়েকটি ঘটনা যেমন ঘটেছিল।দুজনের নামে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দাযের করা হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *