October 11, 2024

তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

1 min read

কমিশনের দ্বারস্থ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ,

 

উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার ইভিএমের বিরোধিতায় সরব খোদ বিজেপি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ হওয়ার পর রিভার্স ইভিএমের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। এবার ইভিএম সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার ও জেনারেল অবজারভারের দ্বারস্থ হয়েছেন তারা। ইতিমধ্যেই মেল মারফত কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন ছড়িয়েছে।

বিরোধীদের দাবি, হেরে যাওয়ার পূর্বাভাস পেয়েই বিজেপি আগে ভাগে ইভিএম কারচুপির অভিযোগ করে রাখল।শুক্রবার বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানান, ‘ইচ্ছাকৃতভাবে গণনা পদ্ধতিকে ভুলপথে চালিত করার চেষ্টা চলছে এখানে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গণনা রায়গঞ্জ পলিটেকনিক ও ইসলামপুর কলেজ, এই দুই জায়গায় অনুষ্ঠিত হবে। কোনও এক জায়গায় বিজেপি এগিয়ে থাকলে অন্য জায়গায় বিজেপিকে পিছিয়ে দেওয়া হবে বলে আমাদের কাছে খবর আছে। তৃণমূল প্রার্থী যদি কম ভোট পেতে থাকেন সেক্ষেত্রে কিছু ইভিএম নষ্ট বলে ঘোষণা করাও হতে পারে। পোস্টাল ব্যালট নিয়েও অনেক কারচুপি হতে পারে। সেজন্য পোস্টাল ব্যালট ঘরের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে।’বাসুদেব আরও বলেন, ‘জেলা নির্বাচন কমিশনের হয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা রাজ্য সরকার তথা জেলা প্রশাসনেরই লোক। তাঁদের মূল লক্ষ্যই হল তৃণমূলকে জেতানো। বেশ কয়েকজন আধিকারিক এই ঘটনায় জড়িত আছেন। তাঁদের নাম সহ অভিযোগ জানানো হয়েছে। একজন আধিকারিকের বদলি হয়ে যাওয়া সত্ত্বেও এসব কাজে সহায়তা করার জন্য তাঁকে জেলা থেকে ছাড়া হয়নি।’ যদিও এ’বিষয়ে কমিশনের এক আধিকারিককে জিজ্ঞাসা করা হলে কিছু জানেন না বলে জানান।এপ্রসঙ্গে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, ‘বিজেপির পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছে। ওরা জেনে গিয়েছে এবার ওরা হারবেই। তাই নিজেদের পরাজয়ের আগাম অজুহাত দিতে এই ধরনের অভিযোগ করছেন ওই দলের নেতারা। তৃণমূল না, ইভিএমে কারচুপি করে বিজেপি। এর প্রমাণ আমরা আগে পেয়েছি। তৃণমূলকে ভোট দিলে ভিভিপ্যাটে পদ্মফুলের ছবি দেখা গিয়েছে। নিজেদের হার রুখতে বিজেপি ইভিএম সরিয়েও দিতে পারে। তাই আমরা স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *