জাতীয় সড়কে উল্টে গেল কলকাতা-শিলিগুড়ি বাস!মৃত ২, আহত ১৫
1 min readজাতীয় সড়কে উল্টে গেল কলকাতা-শিলিগুড়ি বাস!মৃত ২, আহত ১৫
উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাস দুর্ঘটনায় মৃত ২ জখম প্রায় ১৫ থেকে ২০ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মত কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি।
এরপর চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায়। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৫ থেকে ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ।জখমদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসে কোনও যান্ত্রিক গোলযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ
।