অম্রুত প্রকল্পের মাধ্যমে সব জায়গায় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ
1 min readঅম্রুত প্রকল্পের মাধ্যমে সব জায়গায় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ
ইসলামপুর শহরে এখনও বহু জায়গায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জলের পরিষেবা চালু হয়নি। অম্রুত প্রকল্পের মাধ্যমে সব জায়গায় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে এটি নতুন বিষয় নয়, দু’বছর আগেই অম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি নলবাহী জলের পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে পুরসভা। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এতে বাসিন্দারা ক্ষুব্ধ। তাদের দাবি, এবিষয়ে পুর কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে কাজ করুক।
পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, প্রকল্পের ডিপিআর তৈরির কাজ চলছে। ডিপিআর পাশ হলেই টেন্ডার প্রক্রিয়া হবে। এরপর কাজ শুরু হবে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিএইচই’র পাইপ লাইনের মাধ্যমে কিছু এলাকায় ট্যাপকল আছে। ওই পাইপ লাইনের এলাকা বৃদ্ধি করে কিছু এলাকায় বাড়ি বাড়ি সংযোগ দেওয়া হয়েছে। অধিকাংশ এলাকায় বাড়ি বাড়ি জলের পরিষেবা চালু নেই। শহরে এমনও এলাকা আছে যেখানে ট্যাপকলও নেই। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, বাড়ি বাড়ি পরিস্রুত জলের সংযোগ দেওয়া হোক। বর্তমানে আম্রুত প্রকল্পের জন্য ডিপিআর তৈরির কাজ চলছে। এজন্য শহরকে চারটি জোনে ভাগ করা হয়েছে। জল পরিষেবার জন্য রিজার্ভার তৈরির পাশাপাশি নতুন করে পাইপ লাইন বসানো হবে। শহরের এক বাসিন্দা অমল দাস বলেন, পরিস্রুত পানীয় জল সরবরাহ পুরসভার অন্যতম পরিষেবা। কিন্তু ইসলামপুর শহরে এখনও পর্যন্ত বহু মানুষ সেই পরিষেবা থেকে বঞ্চিত। পুর কর্তৃপক্ষ এনিয়ে দ্রুত পদক্ষেপ করুক। স্থানীয় বাসিন্দা তাপস দাস বলেন, পুরসভা থেকে জলের পরিষেবা না পেয়ে অনেকেই জার ভর্তি জল কিনছেন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে প্রতিদিন জল কেনা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে তারা অগভীর নলকুপের জলই খাচ্ছেন।