December 21, 2024

কালিয়াগঞ্জে অনলাইন জুয়ার জাল সক্রিয়। পুলিশি হানায় গেপ্তার এক

1 min read

কালিয়াগঞ্জে অনলাইন জুয়ার জাল সক্রিয়। পুলিশি হানায় গেপ্তার এক

 মুদিখানার আড়ালে কম্পিউটার বসিয়ে রমরমিয়ে চলছিল অনলাইন জুয়ার আসর। বিকেল হলেই কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের বহু মানুষ ভিড় জমাত সেই আসরে। রাত পর্যন্ত চলত খেলা।গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঋষিশ্বর রাজবংশী নামে একজনকে গ্রেপ্তার করেছে হেমতাবাদ থানার পুলিস। আরও একজন পালিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার ও নগদ।  বৃহস্পতিবার রাতে পাটইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। শুক্রবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করেন বিচারক।হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, আমাদের কাছে খবর ছিল পাটইর এলাকায় অনলাইন জুয়ার আসর চলছে।
সেইমতো অভিযান চালানো হয়। ঋষিশ্বর রাজবংশী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আরএক অভিযুক্ত  পলাতক।পুলিস সূত্রে জানা গিয়েছে, অনলাইনে এই জুয়া চলত। বাজি জিতলে মিলত ন’গুণ টাকা। কালিয়াগঞ্জ ও হেমতাবাদের রতিবাটি, কুকরামনী, ভাণ্ডার, পাটইর, নওদা এলাকার অনেকে অনলাইন জুয়ায় টাকা ঢালত। নওদা এলাকার বধূ কল্পনা বর্মনের অভিযোগ, নওদার কয়েকজন জুয়ায় হেরে গিয়ে বাড়ি ফিরে অশান্তি করে। অনেকে গাড়ি, বাইক, ঘরের জিনিস বিক্রি করে জুয়া খেলতে আসছিল। প্রশাসনের উচিত ধারাবাহিকভাবে অভিযান চালানো।কালিয়াগঞ্জের বাসিন্দা সন্তোষ বেঙ্গানীর দাবি, কম্পিউটার, ল্যাপটপ নিয়ে বিভিন্ন দোকানের আড়ালে এরকম জুয়ার আসরের খবর মাঝেমধ্যে পাওয়া যায়। প্রশাসন তৎপর হলে এর দাপট কমবে।কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, এদিনের ঘটনা ছাড়া সম্প্রতি কালিয়াগঞ্জ থানা এলাকায় জুয়ার আসরের অভিযোগ পাইনি। তবে পুলিস লাগাতার অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *