উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার নতুন কোর্ট ভবনের উদ্বোধন করলেন হাই কোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক।এক দশক আগের সেই স্বপ্ন পূরণের এক ঐতিহাসিক প্রেক্ষাপটের সূচনা করলো হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য . স্ট্রাইকের কি প্রয়োজন।তাতে কোনও সমাধান সূত্র আসেনা।আলোচনার মাধ্যমেই সমস্যা মিটিয়ে নেয়া যায়।যদি উকিল বাবুদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে তবে সমস্যার সমাধান সম্ভব। উকিল বাবুদের সঙ্গে বিচারকদের সম্পর্ক খুব ভালো তৈরী করতে অনুরোধ জানাই।যাতে একে অপরের সমস্যায় ঝাঁপিয়ে পড়তে পারেন।
শনিবার ইসলামপুর কোর্টে আয়োজিত নবনির্মিত কোর্ট ভবনের উদ্বোধন করতে এসে এমনই জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। জুডিশিয়াল বরাবরই অবহেলিত।এর জন্যেই সবচেয়ে কম অর্থ বরাদ্দ হয়।তবে এখন অনেক বদলে গিয়েছে।সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিষয়ে। তবে এই পরিকাঠামোও পর্যাপ্ত নয়। এক হাজার সতেরো টা কোর্ট আছে।কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটা কমিটি করেছেন।কত মামলা জমা আছে তা খতিয়ে দেখতে।সতেরশো চল্লিশ টা কোর্ট আরো তৈরি হলে তবেই বিচার ব্যবস্থার পরিকাঠামো সম্পুর্ন হবে।সি আই এস,ডেস্ক টপ কম্পিউটার ,সেন্টরালাইজিং ফাইলিং ,সিসি টিভি ও ভিডিও কনফারেন্স সিস্টেম এই প্রথম ইসলামপুর মহকুমায়। এখন এলইডি ডিসপ্লে বোর্ড দেখে সব বুঝতে পারবেন কোন ঘরে কি মামলা হচ্ছে।ম্যাজিস্ট্রেট লেভেলের কোর্ট বাড়ালে ভালো হয়। আজকে ইসলামপুর মহকুমার আনন্দের দিন।
কোর্টে বিচার করতে এসে যেন দ্রুত বিচার সম্পন্ন হয় সেই পরিষেবা দিতে হবে সাধারণ মানুষকে।অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জর্জ বিভাষ পট্টনায়ক,হাইকোর্টের জর্জ শহীদুল্লাহ মুন্সী ,জেলাশাসক অরবিন্দ কুমার মীনা,জেলা পুলিশ সুপার অনুপ জসোয়াল, অতিরিক্ত জেলা জর্জ রমেশ প্রধান,দ্বিতীয় অতিরিক্ত জেলা জর্জ শেখ কামালউদ্দিন, দ্বিতীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা বোস,মহুয়া বোস, আমন সিংহ, রায়গঞ্জ বার এসোসিয়েশনের সম্পাদক দীপ্তেস ঘোষ,ইসলামপুর বার এসোসিয়েশনের সম্পাদক সৌমেন্দু মজুমদার,রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি,ইসলামপুরের চেয়ারম্যান ও বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল সহ ইসলামপুর মহকুমা আদালতের উকিল ও মুন্সীরা।হাই কোর্টের বিচারক জ্যোতির্ময় ভট্টাচার্য স্ট্যাজে ভাসনের শেসে কোর্টের নতুন ভবন পরিদর্শন করেন।